হেমার জন্য সুলক্ষণাকে না করেছিলেন সঞ্জীব কুমার, তাঁর মৃত্যুদিনেই প্রয়াত চিরকুমারী নায়িকা

0

বলিউডে আরও এক নক্ষত্রপতন। বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী তথা গায়িকা সুলক্ষণা পণ্ডিত। বয়স হয়েছিল ৭১। সত্তর, আশির দশকের অন্যতম চর্চিত অভিনেত্রী ছিলেন সুলক্ষণা। বর্ষীয়ান অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। ডুব দিয়েছেন তাঁর স্মৃতিতে৷

অভিনেতা সঞ্জীব কুমারের প্রতি অগাধ ভালবাসার কথা প্রায় সবার জানা। অভিনেত্রীর প্রয়াণ, সেই স্মৃতি আবার উস্কে দিল সকলের মনে। সুলক্ষণার জীবন যেন ছবির চিত্রনাট্য। ‘উলঝন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সঞ্জীব কুমারের প্রেমে পড়েন সুলক্ষণা৷ কিন্তু ভাগ্যের চাকা এমনই। সে সময় আবার সঞ্জীব হাবুডুবু খাচ্ছেন হেমা মালিনির প্রেমে। বলা যায়, সঞ্জীবের প্রতি সুলক্ষণার ভালবাসা ছিল পুরোটাই এক তরফা। সে যুগে প্রেম, ভালবাসা বুঝি এমনই হত। সঞ্জীবের জায়গা আর কাউকে দিতে পারেননি সুলক্ষণা। বিয়েও করেননি তাই ৷ ভাগ্যের চাকা এমনই যে সঞ্জীব কুমারের মৃত্যু দিনেই ৪০ বছর পর চলে গেলেন গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করা সুলক্ষণা ।

এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বোন বিজেতা জানান, সঞ্জীবের প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি সুলক্ষণা। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সঞ্জীবের মৃত্যুও প্রভাব ফেলেছিল অভিনেত্রীর মনে। একা থাকতে পারতেন না বাড়িতে৷ নিজেকে এক সময় গৃহবন্দি করে রেখেছিলেন সুলক্ষণা৷

শুধু সুলক্ষণা নন, অসম্পূর্ণ প্রেমকাহিনির উদাহরণ মুম্বইয়ের স্টুডিয়োপাড়ায় একাধিক আছে৷ আশা পারেখ বিয়ে করেননি পরিচালক নাসির হুসেনের সঙ্গে প্রেম পূর্ণতা পায়নি বলে। নন্দার বিয়ের কথা ছিল পরিচালক মনমোহন দেশাইয়ের সঙ্গে। অ্যাক্সিডেন্টে মনমোহন মারা যাওয়ার পর বিয়ে করেননি নন্দা। সুরাইয়া বিয়ে করেননি দেবানন্দ তাঁকে বিয়ে না করায়। পরভীন ববির প্রেম ছিল অমিতাভ থেকে কবীর বেদি, ড্যানি, মহেশ ভাটের সঙ্গে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *