পাক ‘সমর্থক’ তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা, আমির খানকে বয়কটের ডাকে কী বললেন সুনীল শেট্টি?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একদিকে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠতা, অন্যদিকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিলম্বিত প্রতিক্রিয়া। ভারত-পাক সংঘর্ষ পরিস্থিতির মধ্যেই আমির খানের বিরুদ্ধে সরব হয়েছিলেন নেটিজনদের একাংশ।
দীর্ঘ দিন ধরে বলিউড থেকে দূরে আমির। শেষ ছবি ‘লাল সিং চড্ডা’ বক্সঅফিসে অসফল। অবশেষে ‘সিতারে জমিন পর’ ছবির হাত ধরে আবারও অভিনয়ে ফিরছেন তিনি। তবে ছবির ঝলক মুক্তির পরেই অভিনেতা এবং তাঁর ছবিকে নিষিদ্ধ করার দাবি ওঠে। কারণ, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রায় সকল বলি তারকা মুখ খুললেও নীরব ছিলেন আমির। পরে এই বিষয়ে মুখ খুললেও কথায় চিঁড়ে ভেজেনি বললেই চলে। তাতেই যেন আরও ইন্ধন যোগ করে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমিরের একটি ছবি। যদিও সেই ছবিটি ২০১৭ সালে তোলা। সেই সময়ে তুরস্কে গিয়েছিলেন আমির। কিন্তু উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থক তরস্কের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি নেটিজেনরা। ওঠে ‘বয়কট’-এর ডাক।
এই প্রসঙ্গে আমির মুখ না খুললেও এ বার সরব সুনীল শেট্টি। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “সর্বদা বলিউডকে কেন নিশানা করা হবে? দেশের বিষয়ে তো রাজনীতিকেরা কথা বলবেন। দেশের স্বার্থে কিছু হলে, আমরা তো সেটা সমর্থন করবই। তাই তো আমরা দেশাত্মবোধক ছবি বানাই। আমরা তো আমাদের কাজ করছি।”
সেইসঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমিরের ছবি প্রসঙ্গে অভিনেতা বলেন, “অতীতকে ভুলে যাওয়া উচিত। যে সিদ্ধান্তটা তুরস্ক নিয়েছে, সেটা তো বর্তমান সময়ের। সবক্ষেত্রে অতীতকে টেনে আনা নেতিবাচক প্রভাব ফেলে। বড় কোনও অনুষ্ঠানে গেলে, কারও মাথায় থাকে না, কে কার সঙ্গে ছবি তুলছে। তারকাদের দোষারোপ করার পরিবর্তে আমাদের দেখা উচিত অনুষ্ঠানটা কী নিয়ে, কে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে।”