‘দয়া করে কেউ একটু সাহায্য করুন’, এ কেমন দুর্দশা তনুশ্রীর! নিজের ঘরেই কি আজ তিনি বন্দি?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০১৮ সালে যখন গোটা দেশ ‘মি টু’ ঝড়ে কাঁপছিল, তনুশ্রী দত্ত তখন গর্জে উঠেছিলেন নানা পাটেকরের বিরুদ্ধে। তাঁর সেই সাহসিকতা কুড়িয়েছিল অজস্র প্রশংসা। কিন্তু সময়ের চাকা ঘুরেছে। আজ, সেই সাহসী তনুশ্রীই নিজের বাড়িতে অসহায়! একটি ভিডিওতে তাঁর আকুতি দেখে স্তব্ধ নেটপাড়া।
‘আশিক বানায়া আপনে’ কিংবা ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো ছবিতে একসময় যে তনুশ্রী দর্শকের মন জয় করেছিলেন, আজ তাঁর জীবনে নেমে এসেছে এক ঘোর অন্ধকার। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন তনুশ্রী। ভিডিয়োর ওপারে তনুশ্রী—ক্লান্ত, ভেঙে পড়া মুখে একরাশ যন্ত্রণা। চোখে জল জমে আছে, গলায় কাঁপা সুরে ফুটে উঠছে অসহায়তা।
তাঁর অভিযোগ, চার-পাঁচ বছর ধরে নাকি তিনি প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। নিজের বাড়িতেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা মানসিকভাবে তাঁকে বিপর্যস্ত করে তুলেছে। হতাশা গ্রাস করেছে তাঁকে। এক সময়ের রূপোলি পর্দার সেনসেশন, আজ চোখের জলে ভেসে বলছেন, ‘আর পারছি না, নিজের বাড়িতেই নির্যাতিত আমি।’
ভাবা যায় , যেখানে একজন মানুষ সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন, সেই নিজের ঘরেই যদি তাকে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তবে সে যাবে কোথায়? তিনি বলছেন, বাড়ির বাইরেও নাকি লোকজনের অশ্লীল মন্তব্য শুনতে হচ্ছে তাঁকে, ভিতরে তিনি একা। এসবের ফলে তিনি ঠিকমতো কোনও কাজ করতে পারছেন না। বাড়ির কাজের লোক রাখতেও পারছেন না, কারণ কেউ বেশিদিন থাকছে না। বাড়িঘরও সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে আছে, কাজের জন্য কোনও সাহায্যও নিতে পারছেন না তিনি। সব কাজ তাঁকে একাই সামলাতে হচ্ছে।
ভিডিয়োতে তনুশ্রী জানান, পুলিশে ফোন করে অভিযোগ জানিয়েছেন তিনি। তাকে বলা হয়েছে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে। তবে কাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বা কী ধরনের অভিযোগ—তা তিনি স্পষ্ট করেননি।
এতকিছুর মাঝেও ভিডিওতে একটাই আবেদন, কাকুতি মিনতির সুরে বলা, “দয়া করে কেউ একটু সাহায্য করুন।”এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থাও ভালো নেই। ২০১৮ সালের পর থেকে এই সমস্যা আরও তীব্র হয়েছে বলে তিনি জানান।