সিআর সেভেনের স্বপ্নপূরণ করলেন সতীর্থরাই! বিশাল জয়ে বিশ্বকাপের টিকিট রোনাল্ডোহীন পর্তুগালের
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্নপূরণ করে দিলেন তাঁর জাতীয় দলের সতীর্থরাই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম লাল কার্ড দেখে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতেই পারেননি সিআর সেভেন। দুঃখটা ঘুচিয়ে দিলেন পর্তুগালের বাকিরা। সবাই যেন হয়ে উঠলেন এক একজন সিআর সেভেন। আর্মেনিয়ার জালে বল ঢুকল ৯ বার। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মাঠে নেমে আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করে নবমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পর্তুগাল। এই জয়ে দুর্দান্ত হ্যাটট্রিকে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের গোল খরা কাটিয়ে উঠেছেন ব্রুনো ফার্নান্দেজ। হ্যাটট্রিক করেছেন জোয়াও নেভেসও।
২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কাটতে পর্তুগালের সমীকরণ ছিল বেশ সহজ। আর্মেনিয়াকে হারালেই সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে পর্তুগিজরা। পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে তাই হয়েছে। তবে গোল উত্সবের মেজাজ তৈরি করবে রোনাল্ডোহীন পর্তুগাল, তা হয়তো অনেকেই ভাবেননি।ম্যাচের ৭ মিনিটে রেনাতো ভিগার গোলে এগিয়ে যায় পর্তুগাল। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি আর্মেনিয়ার। ১৮ মিনিটে সমতাসূচক গোল করেন আর্মেনিয়ার মিডফিল্ডার এদুয়ার্দো স্পার্তসিয়ান। কিন্তু প্রথমার্ধে এরপর শেষ হয়েছে ৫-১ গোলের ব্যবধানে। ২৮ মিনিটে গোল করেন গঞ্জালো রামোস। ৩০ ও ৪১ মিনিটে গোল করেন জোয়াও নেভেস। আর ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধেও গোলের বন্যা অব্যাহত রেখেছে পর্তুগাল। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেজ। হ্যাটট্রিকটা তিনি পেয়েছেন ঠিক ২১ মিনিট পরেই। ৭১ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক আদায় করে নেন ফার্নান্দেজ। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তাঁর সতীর্থ নেভেস।

২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কাটতে পর্তুগালের সমীকরণ ছিল বেশ সহজ। আর্মেনিয়াকে হারালেই সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে পর্তুগিজরা। পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে তাই হয়েছে। তবে গোল উত্সবের মেজাজ তৈরি করবে রোনাল্ডোহীন পর্তুগাল, তা হয়তো অনেকেই ভাবেননি।ম্যাচের ৭ মিনিটে রেনাতো ভিগার গোলে এগিয়ে যায় পর্তুগাল। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি আর্মেনিয়ার। ১৮ মিনিটে সমতাসূচক গোল করেন আর্মেনিয়ার মিডফিল্ডার এদুয়ার্দো স্পার্তসিয়ান। কিন্তু প্রথমার্ধে এরপর শেষ হয়েছে ৫-১ গোলের ব্যবধানে। ২৮ মিনিটে গোল করেন গঞ্জালো রামোস। ৩০ ও ৪১ মিনিটে গোল করেন জোয়াও নেভেস। আর ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধেও গোলের বন্যা অব্যাহত রেখেছে পর্তুগাল। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেজ। হ্যাটট্রিকটা তিনি পেয়েছেন ঠিক ২১ মিনিট পরেই। ৭১ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক আদায় করে নেন ফার্নান্দেজ। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তাঁর সতীর্থ নেভেস।
৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে আর্মেনিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফ্রান্সিসকো কনসেইকাও। শেষ পর্যন্ত ৯-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা। ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সরাসরি বিশ্বকাপে গেল পর্তুগাল। ছয় ম্যাচের চারটিতে জেতা পর্তুগালের পয়েন্ট ১৩। তাতে করে নবমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলছে পর্তুগাল। যার মধ্যে ২০০২ থেকে ২০২৬ পর্যন্ত টানা সাত বিশ্বকাপের মূলপর্বে খেলেছে ইউরোপ মহাদেশের এই দল। এদিকে রোনাল্ডো আগের ম্যাচে সরাসরি লাল কার্ড পাওয়ায় নির্বাসিত ছিলেন। তার অশোভন আচরণের কারণে বড় শাস্তি হতে পারে, যার প্রভাব পড়তে পারে ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচেও। তবে তাকে ছাড়াই দল জ্বলে উঠতে পারে, আর্মেনিয়ার বিপক্ষে সেই বার্তাই দিল পর্তুগাল।
