১০ বছর পর…! থামল সলমল-অরিজিৎ ভুল বোঝাবুঝি! কী বললেন ভাইজান?

নায়িকাদের মধ্যেই ক্যাটফাইট হয় এমনটা নয়। প্রায়শই নায়কদের মধ্যেও দেখা যায় আকচাআকচি। নায়ক-গায়কের বিবাদও দেখে ফেলেছে বলিউড। এই তো, গত ১০ বছর মুখ দেখাদেখিই বন্ধ হয়ে গিয়েছিল বলিউড তারকা সলমল খান আর জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের। অবশেষে সলমল স্বীকার করলেন, তাঁরই বুঝতে ভুল হয়েছিল। তিনি বলেন, ‘ভুল–বোঝাবুঝি আমার দিক থেকে হয়েছিল’। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর একটি পর্বে বিষয়টি স্পষ্ট করেছেন সল্লু। ভাইজান স্পষ্ট করে জানান, অতীত শেষ। এখন তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। বিগ বস-এর মঞ্চ থেকেই সলমন ঘোষণা করেন যে তাঁর আগামী ছবিতে কাজ করছেন অরিজিৎ।
২০১৪ সালে এক অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে সলমন-অরিজিতের মধ্যে ভুল বোঝাবুঝির শুরু। বাড়ে দূরত্বও। সেদিন সলমন মজার ছলে অরিজিৎকে প্রশ্ন করেছিলেন, ‘দর্শকাসনে বসে কি ঘুমিয়ে পড়েছিলে?’ কম যান না গায়ক। অরিজিতের পাল্টা জবাব, ‘আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন।’ ব্যস তাতেই চটে যান সল্লু মিঞা। এরপর অরিজিৎও মঞ্চ থেকে চেয়ারে আর না বসে সোজা চলে যান। এরপরই গুঞ্জন ছড়ায় যে অরিজিতের কয়েকটি গান সলমনের ছবি থেকে সরিয়ে ফেলা হয়েছে। ঘটনা আরও জটিল হয় ২০১৬ সালে, যখন অরিজিৎ প্রকাশ্যে ফেসবুকে সলমনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অনুরোধ করেন তাঁর গান যেন ‘সুলতান’-এ থাকে। তবে পরে মুছে ফেলা হয়। কারণ, সলমন বছরের পর বছর তা প্রকাশ্যে স্বীকার করেননি। এ সময় দুজনের দেখা-সাক্ষাৎও হয়নি।
‘বিগ বস ১৯-এর উইকেন্ড কা ভার’ পর্বে কমেডিয়ান রবি গুপ্তার সঙ্গে কথোপকথনে বলিউড সুপারস্টারের মন্তব্য, ‘‘অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্য আমার দিক থেকেই হয়েছে। ওই ঘটনার পর ও তো আমার জন্যে গানও গয়েছে। টাইগার ৩’-তে ওঁর গান রয়েছে। এরপর ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতেও ওঁর গান থাকছে।’’ সলমলের কথাটা সত্যিই, কারণ এরপর ‘টাইগার ৩’ ছবিতে অরিজিতের গাওয়া গান শোনা যায়।