রাষ্ট্রপতির হাত দিয়ে ফ্ল্যাগঅফ, ডুরান্ডের গ্রুপপর্বে এবার হচ্ছে না ডার্বি

0

গত কয়েক বছরে ডুরান্ড কাপের গ্রুপপর্বেই দেখা হয়েছিল মোহনবাগান-ইস্টবেঙ্গলের। এবার আর তা হচ্ছে না। দুই প্রধানের দুই গ্রুপ আলাদা। যদি দেখা হয়, তবে তা নকআউট পর্বে।ডুরান্ড কর্তৃপক্ষের দাবি, তাঁরা এখনও চূড়ান্ত সূচি প্রকাশিত করেনি। সূচিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সূচি অনুযায়ী, এবার আলাদা গ্রুপে কলকাতার দুই প্রধান। গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল। বি-তে মোহনবাগান ও মহমেডান। ২৩ জুলাই ডুরান্ড কাপ শুরু কলকাতায়।উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল নামবে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে।৩ আগস্ট কলকাতায় ফাইনাল। ১৯ এবং ২০ আগস্ট দুটো সেমিফাইনাল। শিলং এবং কলকাতায় অনুষ্ঠিত হবে। আইএসএলের ছয় ক্লাব আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে। ডুরান্ড খেলতে আগ্রহী নয় মোহনবাগানও। ক্লাবের পক্ষ থেকে একাধিক শর্ত দেওয়া হয়েছে। ডুরান্ড কমিটি সেগুলো মানলে, তবেই খেলবে মোহনবাগান। তবে সূচিতে মোহনবাগানকে ধরেই গ্রুপ করা হয়েছে। ৩১ জুলাই মহমেডানের বিরুদ্ধে মিনি ডার্বি দিয়ে যাত্রা শুরু মোহনবাগানের। পশ্চিমবঙ্গ,আসাম, মণিপুর, মেঘালয় ও ঝাড়খণ্ডের ৫ টি রাজ্যের ছটি কেন্দ্রে খেলা হবে। শুক্রবার এই প্রতিযোগিতার উদ্বোধন করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। এখানকার মানুষের সংস্কৃতির সঙ্গে এই খেলা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে।

এবারের অংশগ্রহণকারী দলগুলি হল:
গ্রুপ এ (কলকাতা) : ইস্টবেঙ্গল, সাউথ ইউনাইটেড, ইন্ডিয়ান এয়ারফোর্স, নামধারী এফসি।
গ্রুপ বি (কলকাতা) : মহমেডান এসসি, ডায়মন্ড হারবার এফসি, মোহনবাগান, বর্ডার সিকিউরিটি ফোর্স।
গ্রুপ সি (জামশেদপুর) : জামশেদপুর এফসি, বিদেশি দল ১, ইন্ডিয়ান আর্মি, ওয়ান লাদাখ এফসি।
গ্রুপ ডি (কোকরাঝাড়) : ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, কার্বি আংলং মর্নিং স্টার এফসি, বড়োল্যান্ড এফসি, পাঞ্জাব এফসি।
গ্রুপ ই (শিলং) : শিলং লাজং এফসি, রাঙ্গদাজিদ ইউনাইটেড এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বিদেশি দল ২।
গ্রুপ এফ (ইম্ফল) : ট্রাউ এফসি, নেরোকা এফসি, ইন্ডিয়ান নেভি, রিয়াল কাশ্মীর এফসি।

প্রতিযোগিতার সম্ভাব্য দু’টি বিদেশি দল হলো ইন্দোনেশিয়ান আর্মি ও ত্রিভুবন আর্মি (নেপাল)।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *