‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’- মেসির সঙ্গে ছবি তুলতে খরচ ১০ লাখ টাকা! তবু টিকিটের হাহাকার
‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’। আর্জেন্টাইন রাজপুত্র আসছেন ভারতে, সাজো সাজো রব তো হবেই। কলকাতার রাস্তায় রাস্তায় মেসির প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানারে ছেয়ে যাচ্ছে। সেজে উঠছে যুবভারতী। যুবভারতী ও বিমানবন্দরের কাছাকাছি সংলগ্ন হোটেলও। একদিনের ঝটিকা সফর মেসির কলকাতায়, কিন্তু আয়োজন বিশালই। নানা পরিকল্পনা। আয়োজকদের দাবি, টিকিটের দাম বিশাল হলেও হাউজফুলই থাকবে যুবভারতীতে মেসি-শো।
শুধু তো কলকাতাতেই নয়, ভারতের নানা জায়গাতেই যাবেন মেসি। সবশেষে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করার কথাও রয়েছে তাঁর। তিনদিনের সফরে আর্জেন্টাইন মহাতারকার ঠাসা সূচি। শুধু কলকাতাতেই নয়, এরপর হায়দরাবাদে যাবেন মেসি। ১৩ ডিসেম্বরই সন্ধে সাতটায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হাজির থাকবেন মেসি প্রীতি ম্যাচে। সেখানে তাঁকে স্বাগত জানাবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ১৪ ডিসেম্বর মেসি হায়দরাবাদ থেকে যাবেন মুম্বইতে। তারা ঝলমলে অনুষ্ঠান সেখানে মেসির জন্য অপেক্ষা করে থাকবে।ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান। অংশ নেবেন এক ফ্যাশন শো’তেও।১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতপর্ব।দিল্লিতে গিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠানে অংশ নেবেন।এরপর দেশে ফিরবেন মেসি।
তবে দেশের যেখানেই অনুষ্ঠানে মেসির দেখার জন্য যান না কেন, খসবে বিশাল টাকাই। কারণ, ৪৫০০ টাকার নীচে টিকিট নেই এমনই রিপোর্ট। কলকাতা ছাড়া অন্যান্য শহরে বিশেষ করে মুম্বইতে টিকিটের দাম প্রায় ডবল।
আর হায়দরাবাদে গিয়ে মেসির সঙ্গে ছবি তোলারও সুযোগ থাকছে মেসি ভক্তদের। তবে তারজন্যও খসবে বিশাল টাকা। কারণ, সেখানে মেসির সঙ্গে ছবি তোলার জন্য মূল্য চোকাতে হবে ৯.৯৫ টাকা প্রায়, সঙ্গে আবার জিএসটি।হায়দরাবাদের বিখ্যাত ফালাকনুমা প্যালেস হোটেলে এই ছবি তোলার জন্য অনলাইন বুকিং করতে হবে। মাত্র ১০০ জন এই সুযোগ পাবেন।
সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে মেসির ভারত সফর। এরজন্য নিতে হবে সাবস্ক্রিপশন। সেখানেও টাকা। হবে নাই বা কেন, শুধু তো মেসি একা নন, মেসির সঙ্গী হিসেবে ভারতে যাচ্ছেন তাঁর বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য রদ্রিগো ডি পল এবং দীর্ঘদিনের বন্ধু ও ক্লাব-সতীর্থ উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।
