‘তোমার প্রয়াণে শোকস্তব্ধ বন্ধু…’, আওয়ারার টনিকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘সূর্য’ জিৎ

‘আওয়ারা’ ছবির ‘টনি ভরদ্বাজ’ এর কথা মনে আছে? জিৎ এবং সায়ন্তিকার ২০১২ সালের ব্লকবাস্টার হিট ‘আওয়ারা’ ছবির খল চরিত্রে যাকে দেখা গেছিল তিনি মুকুল দেব, বলিউড অভিনেতা। তাঁর আকস্মিক প্রয়াণেই বলিউড থেকে টলিউড সর্বত্র শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব।
অভিনেতার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন বহু তারকা। সহ অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ জিৎ। ‘আওয়ারা’ সিনেমার একটি দৃশ্যের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘তোমার প্রয়াণে শোকস্তব্ধ বন্ধু। একসঙ্গে সেটে কত হাসি মজা করেছি, সেই সব মুহূর্তগুলো সারা জীবন যত্নে লালন করব। তুমি প্রত্যেকটা দৃশ্যে যে ভাবে হাস্যরস যোগ করেছ তা অভাবনীয়। তোমার আত্মার শান্তি কামনা করি, ওম শান্তি।’

শুধু এই একটা ছবি নয় জিতের সঙ্গে আরও ছবি করেছেন মুকুল। যেমন ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ ও রয়েছেন। এই ছবিগুলিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল সিনেপ্রেমীদের।
১৯৯৬ এ ‘দস্তক’ ছবিতে সুস্মিতা সেনের বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করে শুরু হয়েছিল অভিনয় জীবনের যাত্রা। হিন্দি ছবির পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন অভিনেতা। টলিপাড়ায়ও বেশ পরিচিতি ছিল তাঁর। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ‘অভিসন্ধি’ ছবিতে প্রথমবার দেখা যায় অভিনেতাকে।
ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র অবাধ বিচরণ ছিল তাঁর। জয় হো, আর রাজকুমার, সন অফ সর্দার ছবিতে উল্লেখযোগ্য কাজ করেছেন। ‘সন অফ সর্দার টু’ তে মুকুল দেবকে শেষবার পর্দায় দেখা যাবে।