দেব থেকে জীতু, কোয়েল থেকে শুভশ্রী-  টলি পাড়ার তারকাদের জমজমাট ভাইফোঁটা

0




দুর্গাপুজো থেকে কালীপুজো শেষে আসে ভাইফোঁটা। ভাই- দাদার দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে দিদি-বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। টলিউড তারকারাও দিনভর ব্যস্ত ছিলেন ভাইফোঁটার অনুষ্ঠানেই। দেব থেকে জীতু, কোয়েল থেকে শুভশ্রী, কেউ নিজেরা কেউ তাদের ছেলেমেয়েদের নিয়ে ভাইফোঁটার উৎসবে মাতলেন। সেইসব ছবিতেই ভরে উঠেছে সমাজ মাধ্যম। ভক্ত-অনুরাগীরা ভাগ করে নিয়েছেন প্রিয় সেলেবদের প্রিয় মুহূর্তে।
এদিন যেমন দেবকে দেখতে পাওয়া গেল একেবারে সাধারণভাবেই। যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যায় মাটিতে মাদুর পেতে বসে রয়েছেন তিনি। বোন দীপালি ভাইফোঁটার মন্ত্র উচ্চারণ করে দাদার কপালে এঁকে দিচ্ছে চন্দন। ছবি দেখে মুগ্ধ নেট পাড়ার বাসিন্দারা।
ভবানীপুরের ঐতিহ্যবাহী মল্লিকবাড়িতে বৃহস্পতিবার হাজির ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিক, ছেলে কবীর ও কন্যা কাব্যকে নিয়ে পরিবারের সঙ্গে ভাইফোঁটার রীতিতে অংশ নেন তিনি। কোয়েল নিজে যেমন দাদা ও ভাইদের ফোঁটা দিলেন, তেমনই কাব্যকে দিয়েও কবীরকে ফোঁটা দেওয়ান। এবার, প্রথম কবীরকে ভাই ফোঁটা দিল ছোট্ট কাব্য। সমাজ মাধ্যমে আরও ছবি শেয়ার করে নিয়েছেন কোয়েল। সেখানে দেখা যাচ্ছে, রঞ্জিত মল্লিকে ফোঁটা দিচ্ছেন তাঁর বৃদ্ধ দিদি।
বোনের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে জীতু লেখেন, ‘আপদ দাদার গুণী বোন, কথা দিতে পারি, কাছে আসলে বিপদ সামনে দাঁড়াবেই তোর এই আপদ।’ ভাইফোঁটার দিন কালো রঙের পাঞ্জাবিতে দেখা যায় অভিনেতাকে।
শুভশ্রী তাঁর দুই সন্তানের ভাইফোঁটা উদযাপনের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে। শুভশ্রীর কোলে বসে ইয়ালিনি। সে হাতে চন্দন নিয়ে দাদা ইউভানের কপালে ফোঁটা দিচ্ছে। আধো আধো স্বরে বলছে, ‘ভাইফোঁটা’। আসলে মা শুভশ্রী তার হয়ে ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা…’ বলছিলেন, আর তা শুনে শুনে ইয়ালিনি চেষ্টা করছিল।
অভিনেতা যীশু সেনগুপ্তের কপালে ভাইফোঁটার ফোঁটা দিলেন তাঁর বোন রাই সেনগুপ্ত। রাজনৈতিক জগতে প্রতি বছরই এদিনটা বিশেষ ভাবে উদযাপন করে থাকেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনটা অন্যথা হয়নি। অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু, তৃণা সাহার মতো তারকারা এসেছিলেন অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিতে। এসেছিলেন কৌশানী মুখোপাধ্যায়, মানালি দে, সায়নী ঘোষ, ঐন্দ্রিলা সেন, রণিতা দাসরাও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *