‘এরা তো নরপিশাচ, এদের চিকিৎসার দরকার’, কসবাকাণ্ডে বিস্ফোরক টোটা রায়চৌধুরী
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কসবাকাণ্ডের ঘটনায় যখন রাজ্যজুড়ে নিন্দার ঝড় বইছে। এই নৃশংসতার বিরুদ্ধে বিস্ফোরক টলিপাড়াও। সরব হয়েছেন বহু বিশিষ্ট শিল্পীরাও। সেই তালিকায় রয়েছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। তাঁর স্পষ্ট মন্তব্য, “এরা তো নরপিশাচ, এদের চিকিৎসার দরকার।”
শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, টোটা এই বক্তব্যে স্পষ্ট করেছেন—এ ধরনের অপরাধী কেবল শাস্তির যোগ্য নয়, ওদের মনও অসুস্থ। অভিনেতা মনে করিয়ে দেন, এমন ভয়ানক অপরাধের পিছনে মানসিক বিকৃতিও কাজ করে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, “খুবই সিরিয়াস ব্যাপার এটা। এই ঘটনাটি আমাকে নাড়িয়ে দিয়েছে।”
আসলে অভিনেতা হওয়ার আগেও তিনি একজন মানুষ। একজন সচেতন নাগরিক হিসেবে তাঁর এই কথাগুলোতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে কতটা স্তম্ভিত। টোটা এই ঘটনাকে “একটা সামাজিক ব্যাধি’ বলে চিহ্নিত করেছেন। এমন একটি ঘটনা শুধুই রোজকার ঘটে যাওয়া কিছু ‘দৃশ্য’ নয়, বরং এই ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি প্রমাণ করে যে এখনকার সমাজের কিছু মানুষজন এবং তাঁদের কার্যকলাপের জন্যই, গোড়ায় গলদ থেকে যাচ্ছে। সেই গলদ থেকেই জন্ম নেয় এমন বিকৃত মানসিকতা। তাই তিনি বলেন, “এই ধরনের মানসিকতা একটা সুস্থ সমাজে থাকতে পারে না।”
একইসঙ্গে সবশেষে, টোটা অনুরোধ করেন এই ঘটনার সঙ্গে রাজনীতিকে দূরে রাখার। তাঁর কথায়, “শুধুমাত্র খেলো রাজনীতি নয়, এঁকে তাঁকে আঙুল দেখানো নয়, এটা খুবই সিরিয়াস ব্যাপার। এই ধরনের মানসিকতা সমাজের পক্ষে ভালো নয়।”