২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স ‘ধুরন্ধর’ রণবীরের! কে এই সারা অর্জুন?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স তো কেবল সংখ্যা মাত্র! পর্দায় জুটি হিসেবে তারকাদের বয়সের ব্যবধানের ক্ষেত্রে কিছুটা এমনই মত থাকে যেন নির্মাতাদের। যদিও এর কারণে কম সমালোচনার মুখোমুখি হতে হয় না অভিনেতা-অভিনেত্রীদের। এর আগে ৩১ বছরের ছোট অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধেছিলেন সলমন খান। তখনও বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাঁকে। অন্য দিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জমিন পর’ ছবির কথাই বলা যায়। সেখানেও জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধেছেন আমির খান। বয়সের তফাৎ প্রায় ২৩ বছর। এ বার সেই তালিকাতেই যুক্ত হল আরও এক জুটির নাম।
রণবীর সিং এবং সারা অর্জুন। অভিনেতার জন্মদিনেই মুক্তি পেয়েছে তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর ঝলক। সেখানেই দেখা গিয়েছে, ২০ বছর ছোট নায়িকার সঙ্গে রোম্যান্সে মগ্ন বছর ৪০-এর রণবীর। হ্যাঁ, অভিনেতার নতুন ছবির নায়িকা সারার বয়স মাত্র ২০ বছর। ‘হাঁটুর বয়সি’ অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠতা দেখে প্রশ্ন তুলেছেন বহু নিন্দকেরাই। কিন্তু কে এই সারা অর্জুন?
দক্ষিণী ছবির জগতে বেশ পরিচিত মুখ তিনি। ২০১১ সালে তামিল ছবি ‘দেইভা থিরুমঙ্গলম’ থেকে অভিনয়ের সফর শুরু তাঁর। এক সময়ে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। অন্য দিকে বলিউডেও অভিষেক হয়েছে বহু আগেই। ‘সিক্রেট সুপারস্টার’, ‘লভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন অভিনেতা জয় অর্জুনের কন্যা। এ বার ‘ধুরন্ধর’ ছবিতে বেশ অন্যরকম চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। যদিও কেমন সেই চরিত্র, তা এখনই খোলসা করেননি নির্মাতারা। ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছর ৫ ডিসেম্বর।
