বাগান নির্বাচনে দুই ছেলে দুই শিবিরে, মহাফাঁপড়ে কি টুটু বসু?

0

স্পোর্টস ডেস্ক: মোহনতরীর হাল কে ধরবে? দেবাশিস দত্ত নাকি সৃঞ্জয় বসু! এই নিয়েই বাগানে দ্বন্দ্ব চরমে। সম্মুখসমরে দত্ত ভার্সেস বোস। আসন্ন মোহনবাগান নির্বাচনে দু’জনই নাকি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।দুই গোষ্ঠীই আত্মবিশ্বাসী। নেমে পড়েছে ভোট প্রচারেও। একসময় দেবাশিস দত্ত-সৃঞ্জয় বসু একসঙ্গে লড়াই করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে এখন তারা দুই বিপরীত মেরুতে যেন অবস্থান করছেন। এরইমধ্যে কমন ম্যান হয়ে রয়ে গেছেন স্বপন সাধন (টুটু) বসু। উপায় না দেখে তিনি মোহনবাগান সভাপতি পদে ইস্তফা দিয়ে দিলেন। কারণ, তাঁকে যে কোনও একপক্ষের হয়ে প্রচারে নামতেই হবে।

নিজের সন্তান সৃঞ্জয় বসু যখন পদে ফিরতে মরিয়া, বাগানের সদস্য-সমর্থক থেকে কর্তারা প্রত্যেকেই বিশ্বাস করেন ছেলের হয়েই প্রচার করবেন তিনি। এটাই স্বাভাবিক। কিন্তু দেবাশিস দত্ত শিবির যে মহাচমক দিয়ে বসে আছে প্রচারের শুরুতেই। আর সেখানেই ফাঁপড়ে পড়তে পারেন টুটু বসু। সম্প্রতি মোহনবাগানের কার্যকরী কমিটির অন্যতম কর্তা দেবাশিস রায় কাশীপুর বরানগর মেম্বার্স ফোরামের হয়ে বিজয়োৎসব করেন বরানগরেই। নামেই আইএসএল জয়ের বিজয়োৎসব, আসলে তা দেবাশিস দত্তের ভোটের প্রচারই। সেখানেই হাজির হন টুটু বসুর ছোট ছেলে সৌমিক বসু। যাকে সকলেই টুবলাই নামেই চেনেন। সৌমিক সেই বিজয়োৎসবেই দরাজ প্রশংসা করেন দেবাশিস দত্তের কাজের। বুঝিয়ে দেন, সৃঞ্জয় বসু আলাদা লড়তেই পারেন, কিন্তু মোহনবাগানের উন্নতির জন্য তিনি দেবাশিস দত্তকেই সমর্থন করেন। ফলে, টুটু বসুর দুই ছেলে ভোটের শুরুতেই দুই শিবিরে। কাকে সমর্থন করবেন টুটু, এটাই কৌতূহল। সৃঞ্জয় বসু এতদিন ক্লাবমুখো না হলেও, দেবাশিস দত্তের কমিটি নির্ধিদ্বায় টুটু বসুকেই সভাপতি করে রেখেছিলেন। অঞ্জন মিত্র বেঁচে থাকাকালীন যখন মিত্র-বোস-দত্তরা একজোট ছিলেন, তখনও টুটু বসুকে একাধিকবার বলতে শোনা গেছে, দেবাশিস দত্ত সন্তানসম।

টুটু বসুও মান অভিমান ভুলে দেবাশিস দত্তদের প্রস্তাবে সায় দিয়ে থেকে গিয়েছিলেন সভাপতি পদ অলঙ্কৃত করে। এমনকি টুটু বসুর ছোট ছেলে সৌমিক বসুকেও সহ সভাপতির পদে রাখা হয়। সৃঞ্জয় মোহনবাগান এসজির ডিরেক্টর পদ ছাড়লেও বোস পরিবার কিন্তু ছাড়েনি। তাঁর পরিবর্তে ডিরেক্টর হিসেবে যোগ দেন সৌমিক বসু। কে না জানে, টুটু বসুর দুই ছেলেই দুই কোম্পানি চালায়। সৃঞ্জয় বসু যেমন প্রতিদিন-এর দায়িত্বে, তেমনই সৌমিক বসুও রিপ্লে কোম্পানির দায়িত্বে। ফলে, দোটানাতেই পড়েছেন টুটু। সৃঞ্জয় বসু হারলেও বোস পরিবারের হার আর দেবাশিস দত্তরা হারলেও তা বোস পরিবারেরই হার। কোন ছেলের পক্ষ নেবেন বা কীভাবে জোয়ার ভাটায় মোহন তরীতে ব্যালেন্সড করে থেকে যাবেন টুটু বসু, এখন তাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *