বহুমূল্য ব্যাগে ঝুলিয়েছিলেন লাবুবু, সেটাই চুরি গেল বিমানবন্দরে! কী পদক্ষেপ উর্বশীর?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বিতর্ক যেন তাঁর পিছুই ছাড়ে না। নিজের ছবির প্রচারকে ঘিরেই হোক বা তাঁর নিজের নামে মন্দিরের কথা বলে, একাধিক বার একাধিক কারণেই সমালোচনা এবং হাসির পাত্র হয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলা। কিছুদিন আগেই উম্বলডনে ‘লাবুবু’ ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন তিনি। বহুমূল্য হাতব্যাগে নজর কেড়েছিল ‘বিতর্কিত’ এই পুতুল। তখন চর্চায় উঠে এসেছিলেন তিনি। এ বার অভিনেত্রীর সঙ্গে ঘটল এক খারাপ ঘটনা। উর্বশীর দাবি, লন্ডনে নাকি চুরি হয়ে গিয়েছে তাঁর বহুমূল্য ব্যাগ। এমনকি তাতে ছিল প্রায় ৭০ লাখের অলংকার। বৃহস্পতিবার নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন এই খবর।

অভিনেত্রী জানান, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে চুরি হয়ে যায় তাঁর ব্যাগটি। সমাজমাধ্যমে পোস্ট করে ব্যাগ ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন বিমানসংস্থার কাছে। যোগ করেছেন নিজের বিমানের বিশদ বিবরণও। বিমানের টিকিটের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।

বিমান সংস্থার কথা উল্লেখ করে উর্বশী লেখেন, ‘অবিচার সহ্য করা মানে আবার এমনটাই ঘটবে।’ অভিনেত্রী এই ঘটনার দ্রুত পদক্ষেপের দাবি করেছেন। যদিও এই প্রসঙ্গে কোনও বিবৃতিই প্রকাশ্যে আসেনি বিমানসংস্থার তরফ থেকে।
উর্বশীকে শেষবার দেখা গিয়েছিল ‘ডাকু মহারাজ’ ছবিতে। প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণনের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তখনও অভিনেত্রী বিতর্কে জড়িয়েছিলেন ছবির ‘দাবিড়ি দিবিড়ি’ গানটিকে ঘিরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *