শুভমনকে দেখে ২০০ করতে চেয়েছিলেন বৈভব, শেষ ম্যাচে কত করলেন জানেন?

0

স্পোর্টস ডেস্ক: টেস্টে দুশো রান তুলে ফেলেছেন শুভমন গিল। দাদাকে দেখে একদিনের ক্রিকেটে সেই রান তুলতে চেয়েছিলেন বৈভব সূর্যবংশী। তিনি যেভাবে ব্যাট করছেন, তা অসাধ্য কিছু নয়। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ ক্রিকটের শেষ ম্যাচে কথা রাখতে পারলেন না। গত রবিবার বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিওয় বৈভব বলেছিল, ‘শুভমনের থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। কারণ চোখের সামনে ওর খেলা দেখেছি। ১০০ এবং ২০০ করার পরেও ও হাল ছাড়েনি। নিজের ইনিংস আরও এগিয়ে নিয়ে গিয়েছে। আমি চেষ্টা করব পরের ম্যাচে ২০০ করতে। পুরো ৫০ ওভার খেলার চেষ্টা করব।’ কিন্তু শেষ ম্যাচে লক্ষ্যপূরণ হয়নি।

৪২ বলে মাত্র ৩৩ রানে আউট হয়ে যায় বৈভব। মূলত বৈভবের দাপটেই ভারত সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে। গোটা সিরিজে অবশ্য ভাল খেলেছে বৈভব। একের পর এক রেকর্ডও গড়ে চলেছেন ভারতের ১৪ বছর বয়সী ক্রিকেটার। বলাই বাহুল্য, সেই সিরিজের সর্বোচ্চ রানশিকারি। পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেছে বৈভব। মেরেছে ২৯টা ছয় এবং ৩০টা চার। চতুর্থ ম্যাচেই ৭৮ বলে ১৪৩ রান করেছিলেন বৈভব। তাতে তিনি একই সঙ্গে ভেঙে দিয়েছিলেন যুব ওয়ানডের তিনটি রেকর্ড। যুব ওয়ানডেতে ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন বৈভব। শুধু তাই নয়, বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়নের তকমাও পেয়েছেন তিনি।

তাঁকে পুরো বিশ্ব মিলিয়েই যুব ওয়ানডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বানিয়ে দিয়েছে। ১৩ চার ও ১০ ছক্কায় ৭৮ বলের ইনিংসটি খেলার পথে বৈভব সেঞ্চুরি করেছেন ৫২ বলে। ভেঙে ফেলেছেন তিনি যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও একটি রেকর্ড গড়েছিলেন বৈভব। সেই ম্যাচে ২০ বলে ফিফটি করা বৈভব খেলেছিলেন ৩১ বলে ৮৬ রানের ইনিংস। মেরেছিলেন ৯টি ছক্কা, যেটা যুব ওয়ানডেতে এক ম্যাচে ভারতের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *