অভিষেকে ছক্কা মেরে শুরু ১৪ বছরের বৈভবের, আউট হয়ে চোখে জল
স্পোর্টস ডেস্ক: শেষদিকে টানটান উত্তেজনার ম্যাচ। যেখানে মাত্র ২ রানে রাজস্থান রয়্যালসকে হারাল লখনউ সুপার জায়ান্টস। তবে ম্যাচ নয়, আলোচনার কেন্দ্রবিন্দু এক কিশোর। এখনও প্রাপ্তবয়স্ক তকমাও তাঁর জোটেনি। তাঁর যখন জন্ম হয়েছে, তার আগেই জন্ম হয়ে গেছে আইপিএলের। নেহাতই ১৪ বছরের কিশোর। লাইমলাইটে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী।ম্যাচে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে অধিনায়ক সঞ্জু স্যামসনের বদলে ওপেন করতে নেমে ইতিহাস গড়েছেন ১৪ বছর ২৩ দিন বয়সী সূর্যবংশী। এখন আইপিএলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। তিনিই প্রথম ক্রিকেটার, যিনি আইপিএল চালু হওয়ার পর জন্মেছেন।
আইপিএল ২০০৮ সালে যাত্রা শুরু করলেও সূর্যবংশীর জন্ম ২০১১ সালে। মাঠে নামলেন বৈভব, আর প্রথম বলেই শার্দূলের বলে ছক্কা হাঁকিয়ে চমকেও দিলেন। তার ব্যাট থেকে আসে ২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান। আউট হয়ে নেহাতই বাচ্চা ছেলের মত কেঁদেও ফেলেন বৈভব। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে লখনউ সুপারজায়ান্ট। জবাবে শেষ ওভারে ৯ রানের সমীকরণ মেলাতে পারেনি রাজস্থান রয়্যালস। হেরে গেছে মাত্র ২ রানে। তাতে বৈভবের লড়াই কিছুটা হলেও ম্লান হয়েছে। বৈভব সূর্যবংশী আউট হলেও রাজস্থানকে লড়াইয়ে রেখেছিলেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ। যশস্বী জয়সওয়াল ৫২ বলে ৭৪ রান করে আউট হন। পরাগ আউট হন ২৬ বলে ৩৯ রান করে।

যদিও লক্ষ্যপূরণ হয়নি রাজস্থানের। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে লখনউয়ের শুরুটা ভালো হয়নি। বড় রান পাননি নিকোলাস পুরান (১১) ও ঋষভ পন্থ (৩)। দলকে টানেন এইডেন মার্করাম ও আয়ুশ বাদোনি। ৪৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করেন মার্করাম। আর ৩৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন বাদোনি। তাতেও ১৯ ওভারে শেষে দলের রান ছিল ৫ উইকেটে ১৫৩। কিন্তু শেষ ওভারে ক্যামিও ইনিংস খেলেন আব্দুল সামাস।শেষ ৫ বলে ৪ ছক্কায় সামাদ নেন ২৬ রান। ১০ বলে সামাদ অপরাজিত ছিলেন ৩০ করে। তাতে লখনউ পৌঁছয় ১৮০ রানে। শেষ ওভারটাই গোটা ম্যাচে হয়ে দাঁড়ায় এক্স ফ্যাক্টর।