দক্ষিণ আফ্রিকা সফরে বড় দায়িত্ব পেলেন বৈভব, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের অধিনায়ক আয়ুষ মাত্রে
একইসঙ্গে ঘোষণা হয়ে গেল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আয়ুষ মাত্রের নেতৃত্বে খেলতে নামবে ভারত। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে বড় দায়িত্ব পেয়েছেন বৈভব সূর্যবংশী। আয়ুষ মাত্রে না খেলতে পারার জন্য তাঁকেই অধিনায়ক নির্বাচিত করা হয়। তবে বিশ্বকাপের স্কোয়াডেও আছেন বিহারের এই বিস্ময় ক্রিকেটার।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ হবে জিম্বাবোয়ে ও নামিবিয়াতে। নতুন বছরে ১৫ জানুয়ারি বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে যুবরা বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে।এরপর ১৭ জানুয়ারি একই ভেন্যুতে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ ও ২৪ জানুয়ারি খেলা শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে।বিশ্বকাপের আগে ৩, ৫ এবং ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত।
চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি খেলতে পারবেন না আয়ুষ। তাই বৈভবের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হয়। শুধু আয়ুষই নয়, বিশ্বকাপের সহ অধিনায়ক বিহান মালহোত্রাও চোটের কারণে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে। সে’কারণেই বৈভবের কাছে কঠিন চ্যালেঞ্জ বিশ্বকাপের আগে।তবে মাত্র ১৪ বছর বয়সে ভারতীয় দলের অধিনায়ক হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল: বৈভব সূর্যবংশী (অধিনায়ক),অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার),হারবংশ সিং (উইকেটকিপার), আর.এস. অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, মহম্মদ ইনান, হেনিল প্যাটেল, ডি. দীপেশ, কিষাণ কুমার সিং, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল এবং রাহুল কুমার।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ভারত দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক),বিহান মালহোত্রা (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার),হারবংশ সিং (উইকেটকিপার),আর.এস. অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, মহম্মদ ইনান, হেনিল প্যাটেল, ডি. দীপেশ, কিষাণ কুমার সিং এবং উদ্ধব মোহন।
