চেন্নাইকে হারিয়ে মাঠেই মাহির পা ছুঁয়ে প্রণাম ১৪ বছরের বৈভবের!

গুরুকে জানাই প্রণাম! আরও একটা বিধ্বংসী ইনিংস খেলার পর ৪৪ বছর ছুঁতে যাওয়া ধোনির পা ছুঁয়ে প্রণাম করতে গেলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। নিয়মরক্ষার ম্যাচে এটুকুই যেন স্মরণীয় মুহূর্ত। বৈভবের যখন জন্ম হয়, তখন দু’বার আইপিএল জয় হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের। সেই ধোনির চেন্নাইকেই এবার বৈভব হারিয়ে দিলেন নিজের ব্যাটিং শৌর্যে। মাঠেই তার সাক্ষী থাকলেন ধোনি।
চেন্নাইকে হারিয়েই এবারে প্রথম জয়ের মুখ দেখেছিল রাজস্থান। চেন্নাইকে হারিয়েই শেষ করল এবারের আইপিএল অভিযান। প্রথম দেখায় ৬ রানে জয় পেয়েছিল। শেষ সাক্ষাতে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের ৮ উইকেটে ১৮৭ রানের জবাবে ১৭ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
শেষ ম্যাচেও দেখা গেল বৈভব সূর্যবংশীর ঝড়। আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোনো না কোনো রেকর্ড গড়ছেন বৈভব। এদিনও ব্যতিক্রম হয়নি। ৪টি করে চার ও ছক্কায় রাজস্থান রয়্যালসকে উপহার দিলেন ৩৩ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস। আইপিএলে নিজের অভিষেক মরসুমেই ২৪টি ছক্কা মারলেন তিনি, যা এক মরসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৭ আসরে ঋষভ পন্থও ২৪টি ছক্কা মেরেছিলেন। সেই সময় পন্তের বয়স ছিল ১৯ বছর ৭ মাস। সূর্যবংশী মাত্র ১৪ বছর ১ মাস বয়সেই পন্থকে ছুঁয়ে ফেললেন। বৈভব ছাড়া বাকিরাও রান পেয়েছেন। স্যামসন ৩১ বলে ৪১, যশস্বী জয়সওয়াল ১৯ বলে ৩৬ ও ধ্রুব জুরেল ১২ বলে ৩১ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন।চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ২০ বলে ৪৩ রান করে আয়ুশ এমহার্তে। দওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৪২ ও শিবম দুবে ৩২ বলে ৩৯ রান করেন। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। এমএস ধোনি ১৭ বলে ১৬ করেন। এরমধ্যে ১টি ছক্কা। জাদেজা ১ রানের বেশি করতে পারেননি। বল হাতে রাজস্থানের হয়ে যুধবীর সিং ৩ আর চেন্নাইয়ের ২ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। এই হারের ফলে লিগ টেবিলের শেষতম স্থান থেকে অন্তত একধাপ উপরে উঠে আসার সুযোগও হাতছাড়া করল চেন্নাই।