অভিনেতা-বডিবিল্ডার বারিন্দরের হৃদরোগে অকাল মৃত্যু! শোকস্তব্ধ সলমল খান

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স সবে ৪২। অসম্ভব ফিটনেস। নিরামিষ খেতেন। তবু জীবন থাকল না! প্রয়াত হলেন স্বনামধন্য বডিবিল্ডার ও অভিনেতা বারিন্দর সিং গুমান। জানা গেছে, বৃহস্পতিবার কাঁধে ব্যথা অনুভব করলে তিনি চিকিৎসার জন্য পাঞ্জাবের অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হার্ট অ্যাটাক হলে তাঁর মৃত্যু হয়। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ থেকে বিনোদন দুনিয়া।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ঘুমান ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন এবং ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। অভিনয়জগতে তিনি বলিউড তারা সলমন খানের সঙ্গে ‘টাইগার ৩’ (২০২৩) ছবিতে কাজ করেন। এর আগে তাঁকে দেখা গেছে ‘রোর : টাইগার অব দ্য সুন্দরবনস’ (২০১৪) ও ‘মারজাভা’ (২০১৯) ছবিতেও। ২০১২ সালে পাঞ্জাবি সিনেমা ‘কাবাড্ডি ওয়ান্স এগেইন’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। বারিন্দরের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন সলমন খান নিজেও। শুক্রবার সমাজ মাধ্যমে সলমন বারিন্দরের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, ‘এবার শান্তিতে ঘুমাও প্রা. তোমাকে মিস করব ভাই।’ অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জও বারিন্দরের ছবি পোস্ট করে শোক জ্ঞাপন করেছেন। বারিন্দর সিং জলন্ধরে বসবাস করতেন এবং সেখানে একটি জিমের মালিক ছিলেন। অল্প বয়স থেকেই বডি বিল্ডিং শুরু করেছিলেন। অভিনয়, বডি বিল্ডিংয়ের পাশাপাশি তিনি গো পালনও করতেন। তিনি একজন নিরামিষভোজী বডিবিল্ডার হিসেবে পরিচিত ছিলেন এবং নিয়মিত নিজের অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন। সম্প্রতি তিনি ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তা আর হল না। তাঁর মৃত্যুর পর পাঞ্জাবের বহু রাজনীতিবিদ শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘পাঞ্জাবের গর্ব ইন্ডিয়ার হি-ম্যান বারিন্দর ঘুমান জির মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি কঠোর পরিশ্রম ও নিরামিষ জীবনযাপনের মাধ্যমে ফিটনেস জগতে নজির গড়েছিলেন। ওঁর জীবনযাত্রা তরুণ প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *