কিছু বছর পেরোলেই শতবর্ষ, তার আগেই প্রয়াত ‘স্পাইডার ম্যান’-খ্যাত অভিনেতা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সাম রাইমি পরিচালিত ছবি ‘স্পাইডার ম্যান’ আজও মানুষের হৃদয় জুড়েই রয়েছে। ছবিতে ‘পিটার পার্কার’ বা ‘স্পাইডার ম্যান’ যতটা মন জয় করেছিল, ততটাই নজর কেড়েছিল আরও একটি চরিত্র। সেটি হল ‘হেনরি বলকান’। আর চরিত্রে অভিনয় করেছিলেন মার্কিনি অভিনেতা জ্যাক বেটস। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে প্রয়াত খ্যাতনামী তারকা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হলিউড।

আর কিছু বছর পেরোলেই ছুঁতে পারতেন শতবর্ষ। তাঁর আগেই প্রয়াত অভিনেতা। ভাগ্নে ডিন সুলিভান জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার লস ওসোসে তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যাক।