‘বিদায়…’ হঠাৎ পোস্ট মাহিয়া মাহির, ছোট্ট ছেলেকে রেখে কোথায় গেলেন অভিনেত্রী?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক পালা বদলের সঙ্গে ভালই প্রভাবিত হয়েছে ওই দেশের বিনোদন জগৎও। সম্প্রতি আটক করা হয়েছিল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। যদিও তার পরেই জামিনে মুক্ত হয়েছেন তিনি। এর মধ্যেই খবরে আরও এক ও পার বাংলার অভিনেত্রী।

দেশ ছাড়লেন মাহিয়া মাহি। ফেসবুকে বিমানের অন্দর থেকে ছবি তুলে লিখলেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ কিন্তু কোথায় গেলেন তিনি? কোলে ছোট্ট শিশু সন্তান। তাঁকে ফেলে কেন বিদায় জানালেন নায়িকা? মাহিয়া নিজেই জানান, বাংলাদেশ ছেড়ে সুদূর নিউইয়র্কে যাচ্ছেন তিনি।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এর হাত ধরে অভিনয় জীবনে পা রাখেন মাহিয়া মাহি। তার পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাংলাদেশের পাশাপাশি টলিউডেও কাজ করেছেন তিনি। অঙ্কুশ হাজরার সঙ্গে তাঁর ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ হোক বা ওম সাহানির সঙ্গে ‘অগ্নি’, সবই বেশ চর্চিত। সোহম চক্রবর্তীর সঙ্গে ‘তুই শুধুই আমার’ ছবিটিও ভালই ফল করে বক্সঅফিসে।

তবে বহুদিন পর্দা থেকে দূরে তিনি। একসময় জড়িয়েছিলেন রাজনীতিতেও। জাতীয় সংসদ নির্বাচনেও লড়েছিলেন। যদিও তাতে জয় আসেনি। তারপর যদিও আর রুপোলি পর্দায় ফিরতে দেখা যায়নি তাঁকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *