ঠকাচ্ছিলেন পলাশ! ভাইরাল গোপন চ্যাট! সত্যিই কি বাবার অসুস্থতার কারণে বিয়ে স্থগিত স্মৃতির!
সাত পাকে বাঁধা পড়ার আগেই বাধা!
আচমকাই যেন সব কিছু ওলোটপালট হয়ে যেতে বসেছে। বিয়ের দিনই বাবা শ্রীনিবাস মান্ধানা অসুস্থ হয়ে হাসপাতালে। স্থগিত হয়ে যায় স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। অতিথিরা ফিরেও যায়। কিন্তু রহস্য যেন বেড়ে যায় স্মৃতি তাঁর প্রি ওয়েডিংয়ের সব স্মৃতি তড়িঘড়ি মুছে ফেলায়। আগুনে যেন ঘি পড়ে, নেটদুনিয়ায় পলাশ মুচ্ছলের সমাজ মাধ্যমে ইনবক্সের স্ক্রিনশটে অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ট চ্যাট ভাইরাল হয়ে যাওয়ায়। যেন কাহিনি অন্যদিকে মোড় নেয়! প্রশ্ন ওঠে সত্যি কি বাবার অসুস্থতার কারণেই এত আয়োজন মুহূর্তে স্থগিত হয়ে গেল? নাকি, সম্পর্কই ভাঙতে চলেছে স্মৃতি-পলাশের। নেটদুনিয়ায় নানা গুঞ্জন ছড়াতেই ইনস্টাগ্রামে ছোট্ট বিবৃতি দেন পলাশের দিদি পলক মুচ্ছল। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, ‘স্মৃতির বাবার শারীরিক অবস্থার কারণেই স্মৃতি এবং পলাশের বিয়ে আপাতত স্থগিত করা হয়েছে। সকলকে অনুরোধ করব, এই স্পর্শকাতর সময়ে দুই পরিবারের গোপনীয়তাকে মর্যাদা দিন।’

নেটিজেনদের চর্চা চলছে এখন স্মৃতি-পলাশের বিয়ে নিয়েই।যেখানে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। স্মৃতি আর পলাশের সম্পর্কের মাঝে চলে এসেছেন এক কোরিওগ্রাফার। ভাইরাল হয়েছে ম্যারি ডি’কোস্তা নামে এক মহিলা মেসেজের কয়েকটি স্ক্রিনশট। যার সত্যাসত্য কেউ স্বীকার করেনি।

দাবি করা হয়েছে স্ক্রিনশটগুলি পলাশ মুচ্ছলের।সেই চ্যাটে দেখা যায়, ২০২৫ সালের মে মাসে পলাশ ওই মহিলাকে সাঁতার কাটতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন। আর যখন মেরি প্রশ্ন করেন, ‘তুমি তো একটি সম্পর্কে আছ?’, পলাশের উত্তর আরও অনিশ্চয়তার- ‘কে বলেছে, সম্পর্কে থাকলে সাঁতার কাটা যায় না’? এইধরণের স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি ‘আডিশন’। তাতেই পলাশ অন্য সম্পর্কে জড়িত বলে অভিযোগ উঠছে।

সেই কারণেই নাকি বিয়ের আগের রাতেই সমস্যা তৈরি হয়।বিয়ের আগে মেহেন্দি, হলদি, সঙ্গীত সব অনুষ্ঠান জাঁকজমক করে হলেও, যেদিন বিয়ে হওয়ার কথা ছিল, তার আগের রাতে জানাজানি হতে এই নিয়ে প্রচণ্ড অশান্তি হয়।তাতেই নাকি অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর পলাশও হাসপাতালে ভর্তি হন। যদিও পলাশকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই খবর।

ধোঁয়াশা বাড়লেও পলাশ মুচ্ছলের সমাজ মাধ্যমে কোনও কিছুই ডিলিট করা হয়নি। একে অপরকে আনফলোও করেনি। এমনকি স্মৃতি প্রি ওয়েডিং মুছলেও পলাশের সঙ্গে বাকি ছবিও রয়েছে।
