প্রথম দিনই রাবাদার দাপট, বর্ডার- ব্র্যাডম্যানকেও ছাপিয়ে গেলেন স্মিথ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩ – ২০২৫ চক্রের ফাইনালের প্রথম দিনেই ১৪ উইকেটের পতন হয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১২ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪৩ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১৬৯ রানে পিছিয়ে প্রোটিয়ারা। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেখান থেকে অসিদের পথ দেখিয়েছেন স্টিভ স্মিথ ও ব্যু ওয়েবস্টার। তবে এই দু’জন বাদে আর কেউই সেভাবে বলার মতো রান করতে পারেননি। কার্যত তাদের দাঁড়াতে দেননি রাবাদা–জনসেনরা। এমন বিপর্যস্ত ব্যাটিংয়ের বিপরীতে প্রোটিয়াদের মূল নায়ক কাগিসো রাবাদা।

মাত্র দ্বিতীয় বোলার হিসেবে তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফাইফার তুলে নিয়েছেন। ৫১ রানে ৫ উইকেট নেন তিনি। এর আগে চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম আসরের ফাইনালে (২০২১) ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। অন্যদিকে স্মিথ ক্রিজে আসার আগেই ৪৬ রানে তাদের ৩ ব্যাটার বিদায় নেন। একপ্রান্ত আগলে রেখে স্বভাবসুলভ মেজাজে হাফসেঞ্চুরি তুলে নেন ৩৬ বছর বয়সী তারকা। থেমেছেন ৬৬ রান করে। ১১২ বলের ইনিংসে স্মিথ ১০টি চার মেরেছেন। তাতেই একাধিক রেকর্ড গড়েন। ইংল্যান্ডের মাটিতে বিপক্ষের ব্যাটার হিসেবে স্মিথ সর্বোচ্চ সংখ্যক পঞ্চাশোর্ধ রান করার রেকর্ড গড়েছেন। ১৮টি ফিফটিতে তাদের সবাইকে ছাড়িয়ে যান স্মিথ। ইংল্যান্ডে বিদেশি ক্রিকেটার হিসেবে ফিফটির সংখ্যায় এরপর যথাক্রমে অবস্থান অসি কিংবদন্তি অ্যালান বর্ডার (১৭), ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস (১৭), স্যার ডন ব্র্যাডম্যান (১৪) ও স্যার গারফিল্ড সোবার্স (১৪)। লর্ডসে বিদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন স্মিথের দখলে। এতদিন ৫৭৫ রান নিয়ে সবার ওপরে ছিলেন আরেক অস্ট্রেলিয়ান ওয়ারেন বার্ডসলি।

ঐতিহাসিক ভেন্যুটিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ ৫৭৮ রান স্মিথের। এ ছাড়া লর্ডসে স্যার গারফিল্ড সোবার্স ৫৭১, ডন ব্র্যাডম্যান ৫৫১, শিভনারায়ণ চন্দরপল ৫১২ রান করেছেন। ওয়েবস্টার ৯২ বলের ইনিংসে ১১ চারে করেছেন ৭২ রান। এর বাইরে ২০ রানের অঙ্ক পেরোতে পেরেছেন কেবল অ্যালেক্স ক্যারি (২৩)।