ক্যানসারেই বাবাকে হারিয়েছেন, এ বার নিজেও স্টেজ ৪ ক্যানসারে আক্রান্ত বাঙালি অভিনেত্রী
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বছরই বাবাকে হারিয়েছেন। শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। এ বার তাঁর নিজের শরীরেও থাবা বসাল মারণরোগ। স্তন ক্যানসারের চতুর্থ স্টেজে আক্রান্ত বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।
সিনেমা জগতের বেশ পরিচিত মুখ তিনি। নিজের ছবি পরিচালনায় ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তাঁর মাঝেই এই খবর। মাস খানেক আগেই নিজের রোগের কথা জানতে পেরেছেন তিনি। কাজের পাশাপাশি একাকী মায়ের দায়িত্বও পালন করতেও সিদ্ধহস্ত তন্নিষ্ঠা। তবে লড়াকু মনোভাবের এই নায়িকাই শক্ত থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন। তবুও লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত তাঁর কথায় স্পষ্ট।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই প্রথমবার এমন হল যে আমি লড়াই করতে করতে ক্লান্ত। গত বছর আমি আমার বাবাকে ক্যানসারে হারিয়েছি। কিন্তু আমার শোক পালন করার একটুও সময় ছিল না কারণ আমি জানতাম মায়ের দায়িত্ব নিতে হবে এবং আমার ৯ বছরের মেয়েটাকেও সামলাতে হবে। ওদের জন্য আমাকে শক্ত থাকতে হয়েছিল। বাবা মারা যাওয়ার পাঁচ দিনের মাথায় আমার ছবি ‘এক রুকা হুয়া ফেইসলা’র শুটিংয়ে ফিরেছিলাম। আমি নিজেও জানতাম না আমি কী করছি। সারাক্ষণ বাবা পছন্দের গান শুনতাম আর নিজেকে সাহস জোগাতাম যে আমাকে এগিয়ে চলতে হবে। তারপরেও যখন চতুর্থ স্টেজ ক্যানসারে আক্রান্ত হলাম, আমার মনে হল, ‘আমিই কেন?’ এটাই কি আমার কর্মের ফল?’

যদিও এত কিছুর মধ্যেও অভিনেত্রী তাঁর ছায়াসঙ্গী হিসেবে পেয়েছেন তাঁর বন্ধুদের। আর কথায়, “আধ্যাত্মিকতা, যোগাসন আমাকে খুব সাহায্য করেছে। ক্যানসার আমার শরীরে ছড়িয়ে পড়েছে। কিন্তু আমাকে আমার ডাক্তাররা আশ্বাস দিয়েছিলেন যে সব ঠিক হয়ে যাবে। আমি সুস্থ হয়ে উঠব। ছয়টি কেমোথেরাপি সেশনের মধ্যে দিয়ে গিয়েছি আমি। অতিরিক্ত পরিমাণে চুপ ঝরে যাওয়া, ওজন কমে যাওয়া-এগুলো খুব প্রভাব ফেলে মনের মধ্যে।”
অভিনেত্রী জানান, এর আগে কোনও শারীরিক অসুস্থতা বোধ হয়নি তাঁর। তবে তাঁর ক্যানসারের খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েছেন অনুরাগীরা। তিনি বলেন, “আমার মেয়ের কাছে আমি সুপারওম্যান। আমি চাই এই বিশ্বাসটা থাকুক ওর মনে।”