যশের জন্মদিন, দাম্পত্য সমীকরণের মাঝেই যা পোস্ট করে চমকে দিলেন নুসরত!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: যশ- নুসরত, তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে এর আগে সমাজ মাধ্যমে কম জলঘোলা হয়নি। সম্পর্ক ভাঙতে চলেছে নুসরত ও যশের, এমন খবরই ছড়িয়েছিল। অনেকেই বলেছিলেন তাঁরা একে অপরকে আনফলো করেছেন। তবে সেসব দূরে সরিয়ে রেখে উৎসবের মরশুমে ফের কাছাকাছি এসেছিলেন তাঁরা। করেছিলেন সমাজ মাধ্যমে ছবি পোস্টও। এ বার যশের জন্মদিনে সবাইকে যেন চমকেই দিলেন নুসরত। যা লিখলেন, তাও বোধহয় আশা করেননি ভক্তকূল।

শুক্রবার, ১০ জানুয়ারি টলি অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিন। যশের জন্মদিনে তাঁদের দাম্পত্য জীবন সুখের সিক্রেট ভাগ করলেন নুসরত। দিলেন জীবনের অনবদ্য নানা মুহূর্তের অজানা সব ছবিও। সেসব ফ্রেমে ধরা পড়ল কখনও গঙ্গাবক্ষে তাঁদের রোম্যান্স আবার কখনও বা বিভিন্ন খুনসুটির মুহূর্ত। সেইসঙ্গে একগুচ্ছ ছবিতে শুভেচ্ছা জানিয়ে নুসরত লিখেছেন, ‘একসঙ্গে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করা থেকে শুরু করে, একে অপরের সঙ্গে লড়াই করা (এবং এখনও বেঁচে থাকা)। হাসতে হাসতে পেট ব্যথা হওয়া পর্যন্ত, একে অপরের সঙ্গে ঝগড়া, অশান্তি করা। আমরা আনুষ্ঠানিক ভাবে সব ঝামেলাই কাটিয়ে উঠেছি। তুমি আমার ‘মাথাব্যথার কারণ’। তোমার জীবনের বিশেষ দিনে আমি চাই তুমি সুখী হও। শান্তিতে থাকো। তোমার জীবনের সাফল্য কামনা করি। তোমার সব ইচ্ছে পূরণ হোক।’ যশ দাশগুপ্তও নুসরতকে এই পোস্টের নিচে মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এখন মনে হচ্ছে ঝগড়া সত্যিই আমাদের জন্য একটু দরকার। তবে কেবল তুমিই আমায় ‘মাথাব্যথা’ বলতে পারো’।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। তুরস্কে বসেছিল তাঁদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। কলকাতায় এসে হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি। এরপর ২০২০-র শেষ দিকে নিখিলের সঙ্গে দূরত্ব- বিচ্ছেদ হয়ে, যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তিনি জন্ম দেন পুত্র সন্তান ঈশান।তারপর তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। মাসকয়েক আগে,যশ এবং নুসরতের বিচ্ছেদের খবর ঘিরে নানা জল্পনা শুরু হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *