বছর শেষে বড় চমক! বিজেপিতে মোহভঙ্গ, তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র
নতুন বছরেই রাজ্যে নির্বাচন। তার আগেই বছর শেষে বড় চমক। রঙ বদলে ফেললেন পার্ণো মিত্র। তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন পার্নো। কিন্তু তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে হারতে হয়েছিল তাঁকে। ২০২৬ নির্বাচন আসার আগেই পট পরিবর্তন।শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন পার্নো মিত্র।
ওয়াকিবহাল মহলের মতে, অভিনেত্রীর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
তৃণমূলে যোগদান করে অভিনেত্রী পার্নো জানান বিজেপিতে যাওয়া ভুল ছিল।তিনি বলেন, ‘আজ আমার জন্য খুব বড় দিন। আমার নতুন পথে যাত্রা শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাব। ৬ বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান করেছিলাম। যে ভাবে ভেবেছিলাম, সে ভাবে বিষয়টি এগোয়নি। মানুষ ভুল করেই থাকে। তা শুধরে নেওয়ার সময় এসে গিয়েছে বলে তৃণমূলে যোগদান।’ দলীয় পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায় অভিনেত্রীকে।
২০১৯ সালে লোকসভা ভোটের আগে একাধিক টলিউড তারকার সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো। এরপরই ২০২১ সালে তাঁকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়াতে দেখা যায়। যদিও হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয় তাঁর। চন্দ্রিমা বলেন, ‘পার্নো মিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন। দলের সর্বোচ্চ নেত্রী তাঁকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন। আমাদের মাননীয়া বরাবরই নারী উন্নয়নের কথা বলেন। মাননীয়ার নির্দেশে পার্নোকে দলে স্বাগত জানাচ্ছি আমরা।’
২০০৭ সালে পার্নোর অভিনয় জীবন শুরু হয়েছিল। রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে শুরু হয় তাঁর পর্দার সফর। ‘রঞ্জনা আমি আর আসব না’ ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’র মতো ছবিতে অভিনয় করেছেন পার্নো। এখন দেখার, তৃণমূলে যোগ দিয়ে রাজনীতির আঙিনায় তিনি কতটা সাফল্য পান।
