শুধুই একা আপ্তসহায়ক? জুবিন গার্গের মৃত্যু- তদন্তে সমন তালিকায় আরও নাম

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জুবিন গর্গের মৃত্যুর পর থেকেই আলোচনায় রয়েছেন গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা। বলা যেতে পারে নিশানা এখন তাঁর দিকেই। তদন্তকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা সিদ্ধার্থকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছেন। তবে এই তালিকায় তিনি কেবল একা নন। বরং ‘সিট’-এর নজর রয়েছে আরও কিছু নাম। তাঁদের মধ্যে অন্যতম ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত।

জানা গিয়েছে, যেদিন গায়ক মারা গেলেন, সেই দিন তাঁর সঙ্গে যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেককে তলব করা হবে। এমনকি গায়কের সঙ্গে সে দিন যাঁরা নৌকোয় ছিলেন তাঁদেরকেও। ইতিমধ্যেই আটক হয়েছেন জুবিন গর্গের বাদ্যযন্ত্রীদের অন্যতম শেখর জ্যোতি গোস্বামী। গায়কের শেষ সময় সিঙ্গাপুরে তাঁর সঙ্গে ছিলেন তিনি। বাকিদের ৬ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed