অবহেলা করে মারাত্মক রোগ ডাকছেন! আজই ঘর থেকে সরিয়ে ফেলুন এই ৩ জিনিস, রোজের ব্যবহারে বিপদ, সতর্কবাণী চিকিৎসকের

0

ঘরদোর, রান্নাঘর, বাথরুম পরিষ্কার করে রাখলেই কি আপনার বাড়ি জীবাণুমুক্ত হয়ে যায়? আপাতদৃষ্টিতে যা পরিষ্কার মনে হয়, তা কি আদৌ ততটা পরিষ্কার? কেবল ঘরদোরেই কি জমে থাকে ময়লা? দৈনন্দিন ব্যবহারের এমন অনেক জিনিস আপনার চোখের সামনেই থাকে, যা রোজ সাবান দিয়ে পরিষ্কার করলেও জীবাণুমুক্ত হয় না। এমনই তিনটি জিনিস নিয়ে সতর্ক করলেন হার্ভার্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. সৌরভ শেঠি। তাঁর মতে, শীঘ্রই সেগুলির ব্যবহার বন্ধ করা উচিত।

ইনস্টাগ্রাম ভিডিয়োতে তিনি তিনটি জিনিস নিয়ে কথা বলেন। তাঁর তালিকায় প্রথম জিনিসটি হল সুগন্ধি মোমবাতি। প্রায়শই এই জিনিসটি আমাদের বাড়িতে ব্যবহার করা হয়। স্বাস্থ্যের পক্ষে আদপে ভাল নয় এই ধরনের মোমবাতি। এতে এক ধরনের রাসায়নিক থাকে, যা শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে। চিকিৎসক বলছেন, “প্রয়োজনে প্রাকৃতিক মোমবাতি ব্যবহার করুন।”

তালিকার দ্বিতীয় জিনিসটিকে ড. শেঠি বিপজ্জনক বলে চিহ্নিত করেছেন। আর সেটি প্রায় প্রত্যেকটি বাড়ির হেঁসেলেই থাকে। তা হল, প্লাস্টিকের কাটিং বোর্ড। বারবার ব্যবহারের ফলে সময়ের সঙ্গে সঙ্গে কাটিং বোর্ড থেকে মাইক্রোপ্লাস্টিক নির্গত হতে থাকে। যা থেকে খাবার দূষিত হতে পারে। এর থেকে অনেক বেশি নিরাপদ কাঠের বা কাচের কাটিং বোর্ড। এমনটাই মত চিকিৎসক।

এছাড়া ফাটল ধরা নন-স্টিক প্যান ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করেন ড. শেঠি। তিনি জানান, এই ধরনের বাসন থেকে পলিফ্লুরোঅ্যালকাইল পদার্থ (PFA) নির্গত হয় যা প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলে।এর থেকে ভাল হয় যদি স্টেইনলেস স্টিল অথবা ঢালাই লোহার বাসনে রান্না করা হয়।

যদিও ড. শেঠির মতামত নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেউ বা বিরোধিতা করেছেন চিকিৎসকের বক্তব্যের। অনেকেই কাঠের কাটিং বোর্ডের সমস্যা নিয়ে কথা বলেছেন। তাতেও নাকি ব্যাক্টেরিয়া জমতে পারে বলে দাবি অনেক নেটিজেনের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *