দেশের অন্যতম প্রভাবশালী পরিবার! অমিতাভ থেকে আরাধ্যা, বচ্চন-তারকাদের পড়াশোনা কার কতদূর জানেন কি?

0

ভারতের সেলুলয়েড জগতে ‘শাহেনশাহ’ তিনি। অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, সব মিলিয়েই অমিতাভ বচ্চনকে মনে রাখবে আরও কত কত প্রজন্ম। ৭০ দশকের ‘ডন’ হোক বা গত দশকের ‘পিকু’র বাবা, সমস্ত চরিত্রকেই নিজে হাতে কাল্ট বানানোর ক্ষমতা রয়েছে তাঁর।

তবে বচ্চন পরিবারে কেবল অমিতাভ নন, তাঁর স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনও অত্যন্ত দক্ষ শিল্পী৷ কখনও কখনও অমিতাভকেও ছাপিয়ে যান তাঁরা। সব মিলিয়ে বচ্চন পরিবার দেশের অন্যতম প্রভাবশালী পরিবার।

বচ্চন পরিবারের সমস্ত সদস্যই নিজেদের ক্ষেত্রে যথেষ্ট সফল। কিন্তু তাঁদের শিক্ষাগত যোগ্যতা কতটা জানেন কি? দেখে নিন তালিকা।

অমিতাভ বচ্চন- অমিতাভ বচ্চন দ্বাদশ শ্রেণী পর্যন্ত এলাহাবাদ বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নৈনিতালের শেরউড কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে, তিনি ১৯৬২ সালে দিল্লির কিরোরি মাল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

জয়া বচ্চন- ভোপালের সেন্ট জোসেফস কনভেন্ট স্কুলে পড়াশোনা বঙ্গকন্যার। কিন্তু শখ ছিল অভিনয়ের। আর সেই শিল্পকলায় দক্ষতা বাড়ানোর জন্য পুণের স্বনামধন্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া কলা বিভাগেও স্নাতক ডিগ্রি অর্জন করেন।

অভিষেক বচ্চন- ‘দিল্লি ৬’-এর অভিনেতা অভিষেক বম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেছেন এবং সুইজারল্যান্ডের আইগলন কলেজে স্কুলজীবন কাটিয়েছেন। তিনি দিল্লির বসন্ত বিহারের মডার্ন স্কুল এবং মুম্বইয়ের জামনাবাই নারসি স্কুলেও পড়াশোনা করেছেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় ডিগ্রি অর্জন করছিলেন কিন্তু বলিউডে কাজ করার জন্য পড়াশোনা ছেড়ে দেন। 

ঐশ্বর্যা রাই বচ্চন- বচ্চন পরিবারের পুত্রবধূ মুম্বইয়ের আর্য বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে তার স্কুলজীবন শেষ করেন। পরে তিনি রচনা সংসদ অ্যাকাডেমি অফ আর্কিটেকচার থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু স্বামীর মতো তিনিও অভিনয় এবং মডেলিংয়ের পেশার জন্য পড়াশোনা ছেড়ে দেন।

শ্বেতা বচ্চন নন্দা- অমিতাভ এবং জয়া বচ্চনের কন্যা শ্বেতা কিছুদিন দিল্লির বসন্ত বিহারের মডার্ন স্কুলে পড়াশোনা করেন এবং তারপর দেরাদুনের দুন স্কুলে পড়তে যান। পরে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নব্যা নভেলি নন্দা- নন-প্রফিট প্রতিষ্ঠান ‘প্রজেক্ট নভেলি’ এবং পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নব্যা’র প্রতিষ্ঠাতা নব্যা নভেলি নন্দা হলেন অমিতাভ- জয়ার নাতনি। নিউইয়র্ক সিটির ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে স্কুল শেষ করে ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

অগস্ত্যা নন্দা- সম্প্রতি তার ‘দ্য আর্চিস’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। অমিতাভের নাতি লন্ডনের সেভেনওকস স্কুলে পড়াশোনা করেছেন।

আরাধ্য বচ্চন- পরিবারের সবথেকে ছোট আরাধ্যা। এই মুহূর্তে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী তিনি। অভিষেক এবং ঐশ্বর্যার মেয়ে পড়াশোনা ছাড়াও মঞ্চাভিনয়ে বেশ সক্রিয়। স্কুলের নাটকে তাঁর অভিনয়ের একাধিক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় খুবই প্রশংসা অর্জন করে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *