‘প্রজাপতি ২’-এর ডানা মেলার পালা,দেব-মিঠুনের জুটিতে শুটিং শুরু ইংল্যান্ডে
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দেব এবং মহাগুরু মিঠুন চক্রবর্তীর সুপারহিট জুটি আবারও বড় পর্দায় ফিরছে ‘প্রজাপতি ২’ নিয়ে। সম্প্রতি দেব তাঁর ফেসবুক পোস্টে এই সিনেমার শুটিং শুরুর কথা ঘোষণা করেছেন, যা নিয়ে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে অনুরাগী মহলে। পোস্টের ছবিতে দেব এবং মিঠুন চক্রবর্তীকে ইংল্যান্ড-এ দেখা গেছে, সঙ্গে ছিলেন পরিচালক অভিজিৎ সেন। ক্যাপশনে দেব লিখেছেন, “আমরা ফিরলাম… আজ থেকে শুটিং শুরু #প্রজাপতি ২”-এর।

২০২২ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি’ বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য পেয়েছিল। বাবা ও ছেলের সম্পর্কের এক হৃদয়গ্রাহী গল্প বলে এই ছবিটি দর্শকদের মন জয় করে নিয়েছিল। দেব এবং মিঠুন চক্রবর্তীর অনবদ্য অভিনয়, সঙ্গে মমতা শঙ্করের উপস্থিতি ছবিটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। সেই সাফল্যের পর থেকেই ছবির দ্বিতীয় ভাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

‘প্রজাপতি ২’-এর পরিচালনার দায়িত্বেও থাকছেন অভিজিৎ সেন এবং প্রযোজনার দায়িত্বে অতনু রায়চৌধুরী, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ও বেঙ্গল টকিজ।অর্থাৎ, ‘টনিক’, ‘প্রজাপতি’ ও ‘প্রধান’-এর পর আবারও ফিরছে এই সফল ত্রয়ী। শোনা যাচ্ছে, এই ছবিতেও দেবের বাবার চরিত্রেই দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তবে, প্রথম পর্বের অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবার থাকছেন না। দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ ‘বধূয়া’ সিরিয়াল-খ্যাত জ্যোতির্ময়ী কুন্ডুকে।

ছবির বেশিরভাগ শুটিং হবে লন্ডন এবং কলকাতায় । রাগবির মনোরম পরিবেশে শুরু হয়েছে শুটিং। দেবের পরনে ছিল সাদা টি-শার্ট ও ধূসর জ্যাকেট এবং মিঠুন চক্রবর্তীকে দেখা গেছে কালো পাফার জ্যাকেটে, মুখে কাঁচাপাকা দাড়ি ও চোখে চশমা। তাঁদের এই নতুন লুক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
‘প্রজাপতি’ ছবিটি শুধুমাত্র বক্স অফিসেই সাফল্য পায়নি, সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়েছিল। রাজনৈতিক মতপার্থক্যকে দূরে সরিয়ে দেব ও মিঠুনের একসঙ্গে কাজ করাটা ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক বার্তা দিয়েছিল। তাই ‘প্রজাপতি ২’ নিয়েও প্রত্যাশার পারদ তুঙ্গে। ২০২৫ সালের বড়দিনে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।