কাজে এল না রিচার বিধ্বংসী ইনিংস! পাল্টা ক্লার্কের অবিশ্বাস্য ব্যাটিংয়ে হার ভারতের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: যখন টপ অর্ডারের ব্যাটাররা ফ্লপ, তখনই জ্বলে উঠেছিল বাংলার ক্রিকেটার রিচা ঘোষের ব্যাট। তাঁর ৭৭ বলে ৯৪ রানের ইনিংসে ভর করেই ভারত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তোলে ২৫১ রান। তাতেও অবশ্য শেষরক্ষা হল না, ৩ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপের লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা। রিচার ইনিংসের পালটা একই পজিশনে নেমে একই ধরনের ইনিংস খেলে প্রোটিয়াদের ম্যাচ জিতিয়ে দিলেন ডি ক্লার্ক ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে হরমনপ্রীত কৌরের ভারত এ দিন একটা সময় ১০২-৬ হয়ে গিয়েছিল! স্মৃতি মন্ধানা ২৩, জেমিমা রড্রিগেজ ০, হরমনপ্রীত ৯ কেউই টিকতে পারেননি। তবে আট নম্বরে ব্যাট করতে নেমে সব হিসেব নিকেশ বদলে দিয়েছিলেন বাংলার রিচা ঘোষ । ৭৭ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেললেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার । মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ১১টি চার ও চার ছক্কায় সাজানো রিচার ইনিংস রিচা ঘোষ এবং স্নেহ রানার পার্টনারশিপে বাড়ে ভারতের রান । উইকেটে চোখ একবার সেট হয়ে যাওয়ার পর রিচা শেষ ৭-৮ ওভারে ব্যাট হাতে কার্যত তাণ্ডবলীলা চালান। উইকেটকিপার-ব্যাটারের এই বিধ্বংসী ইনিংসের পর টিম ইন্ডিয়া শেষ ১০ ওভারে ৯৮ রান করে। অষ্টম উইকেটে রিচা স্নেহ রানার সঙ্গে জুটি বেঁধে ৮৮ রান করেন। ২৪ বলে ৩৩ রান করেন স্নেহ। প্রথমে ব্যাট করে ভারত ৪৯.৫ ওভারে ২৫১ রানে অল আউট হয়ে যায় ভারত।

প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও জয় আসবে এমনটাই ধরে নিয়েছিলেন অনেকে, কিন্তু এই ম্যাচও কার্যত ভারতের মুঠো থেকে ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। একটা সময় ভারতীয় স্পিন আক্রমণের সামনে বেসামাল হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, ৮১ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় তারা। তারপরে জুটি বেঁধে লড়াই শুরু করেন লরা উলভার্ট এবং ক্লো ট্রায়ন। উলভার্ট ৭০ রানে ফেরেন, এরপরই ট্রায়নকে সঙ্গী করে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন ডি ক্লার্ক। ট্রায়নও ৪৯ রান করে যখন আউট হন তখন দলের রান ২১১। অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দেন ক্লার্কই। ৫৪ বলে ৮৪ রান করে মারলেন আটটা চার, পাঁচটা ছয়। ৪৯তম ওভারে আমনজ্যোৎ কৌরকে জোড়া ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেন ক্লার্ক। রিচার মতোই আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ভারতকে হারিয়ে দিয়ে তারা উঠে এল চতুর্থ স্থান। টিম ইন্ডিয়া বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *