ফুটবল বিশ্বকাপে পুরস্কারমূল্য ৬৫৬৩ কোটি টাকা! দল বাড়তেই একলাফে বাড়ল প্রায় ৫০ শতাংশ

0

ফুটবল বিশ্বকাপ নিয়ে এরমধ্যেই যেন উন্মাদনা শুরু। বিশ্বকাপের আকর্ষণ বাড়াতে এ বার পুরস্কারমূল্যও প্রায় একধা্ক্কায় ৫০ শতাংশ বাড়িয়ে দিল ফিফা। শেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে মোট পুরস্কারমূল্যের পরিমাণ ছিল ৪৪ কোটি ডলার। এ বার তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৫০ লাখ ডলারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৫৬৩ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, ২০২৬ বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য বাড়ানো হয়েছে ২১ কোটি ৫০ লাখ ডলার। এ ছাড়া চ্যাম্পিয়নদের জন্য ৮০ লাখ এবং রানার্সআপ দলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ৩০ লাখ ডলার। যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এই বিশ্বকাপের মেগা আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার।যা ভারতীয় টাকায় প্রায় ৪৫০ কোটি টাকারও বেশি।

এ ছাড়া রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকার কাছাকাছি। তৃতীয় স্থান অর্জনকারী দেশ পাবে ২৬১ কোটি টাকা।এর আগে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার এবং রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার। এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল কমপক্ষে ১ কোটি ৫ লাখ ডলার পাবে।

গ্রুপ পর্ব পেরোতে না পারা দলগুলোকে ৯০ লাখ ডলার করে দেওয়া হবে। অতিরিক্ত ১৫ লাখ ডলার করে পাবে প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে। এ ছাড়া বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ওঠা প্রতিটি দল ১ কোটি ১০ লাখ, শেষ ষোলোতে উঠলে ১ কোটি ৫০ লাখ, কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৯০ লাখ ডলার করে পাবে দলগুলো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এ বারের এই পুরস্কার মূল্য বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপ ‘বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।’ উল্লেখ্য, ৪৮টি দল নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *