ফুটবল বিশ্বকাপে পুরস্কারমূল্য ৬৫৬৩ কোটি টাকা! দল বাড়তেই একলাফে বাড়ল প্রায় ৫০ শতাংশ
ফুটবল বিশ্বকাপ নিয়ে এরমধ্যেই যেন উন্মাদনা শুরু। বিশ্বকাপের আকর্ষণ বাড়াতে এ বার পুরস্কারমূল্যও প্রায় একধা্ক্কায় ৫০ শতাংশ বাড়িয়ে দিল ফিফা। শেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে মোট পুরস্কারমূল্যের পরিমাণ ছিল ৪৪ কোটি ডলার। এ বার তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৫০ লাখ ডলারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৫৬৩ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, ২০২৬ বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য বাড়ানো হয়েছে ২১ কোটি ৫০ লাখ ডলার। এ ছাড়া চ্যাম্পিয়নদের জন্য ৮০ লাখ এবং রানার্সআপ দলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ৩০ লাখ ডলার। যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এই বিশ্বকাপের মেগা আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার।যা ভারতীয় টাকায় প্রায় ৪৫০ কোটি টাকারও বেশি।
এ ছাড়া রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকার কাছাকাছি। তৃতীয় স্থান অর্জনকারী দেশ পাবে ২৬১ কোটি টাকা।এর আগে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার এবং রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার। এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল কমপক্ষে ১ কোটি ৫ লাখ ডলার পাবে।
গ্রুপ পর্ব পেরোতে না পারা দলগুলোকে ৯০ লাখ ডলার করে দেওয়া হবে। অতিরিক্ত ১৫ লাখ ডলার করে পাবে প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে। এ ছাড়া বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ওঠা প্রতিটি দল ১ কোটি ১০ লাখ, শেষ ষোলোতে উঠলে ১ কোটি ৫০ লাখ, কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৯০ লাখ ডলার করে পাবে দলগুলো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এ বারের এই পুরস্কার মূল্য বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপ ‘বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।’ উল্লেখ্য, ৪৮টি দল নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন।
