‘শুভশ্রী তো নিজে লাফিয়ে লাফিয়ে চলে যায়নি’ মেসি বিতর্কে নায়িকার পাশে তৃণমূল সাংসদ রচনা
গত শনিবারের ঘটনা এখনও সকলের স্মৃতিতে টাটকা। সারা শহর সেজেছিল ফুটবলের রাজপুত্রের জন্য। লিয়োনেল মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। কিন্তু প্রিয় ফুটবল তারকাকে দেখতে না পাওয়ায় যুবভারতীর মাঠ বদলে যায় রণক্ষেত্রে। সে দিন মেসির সঙ্গে দেখা করতে মাঠে গিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
সেখানেই ঘটেছে আরও গন্ডগোল। মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ সবাই উগরে দিয়েছেন নায়িকার উপর। কটু ভাষায় আক্রমণ করা হয়েছে নায়িকাকে ও তাঁর পরিবারকে। নেতিবাচক মন্তব্য সহ্য করতে না পেরে বউয়ের হয়ে আওয়াজ তুলেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী নিজেও ভিডিয়ো বার্তার মাধ্যমে কড়া ভাষায় জবাব দেন। এ বার যুবভারতী কাণ্ড নিয়ে নায়িকার পাশে দাঁড়ালেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি?

বললেন, “শুভশ্রী শিল্পী মানুষ। তাঁকে ডাকা হয়েছিল বলে গিয়েছে। ও তো নিজের থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়নি। এই ঘটনায় অকারণে শুভশ্রীকে বলির পাঁঠা করা হচ্ছে। ও এখানে কী করবে বলুন? শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই সেখানে তিনি গিয়েছেন।”
এ দিন কি মাঠে মেসিকে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল রচনার? সাংসদের স্পষ্ট উত্তর কাতার বিশ্বকাপে তিনি মেসির খেলা দেখা এসেছেন। সুতরাং এ দিন মাঠে যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না তাঁর। তবে বাকিরা যাঁরা গিয়েও ফুটবলের রাজপুত্রের দেখা পাননি তাঁদের জন্য দুঃখপ্রকাশ করেন রচনা। যুবভারতীর ওই ঘটনার পরে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অরূপ বিশ্বাস।
