সূর্যদের এশিয়া কাপ ফাইনালের মতোই যুবদেরও ভারত-পাক দ্বৈরথ, ট্রফি জয়ের হাতছানি বৈভবদের
মাস তিনেক আগেই এশিয়া কাপ ফাইনাল হয়েছিল। সে’বারও সেই ভারত-পাক মহারণ। যে লড়াইয়ে শেষ হাসি হেসেছিল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। এ বারও সেই একই প্রতিচ্ছবি। যুবদের ফাইনাল। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনালে রবিবার মুখোমুখি হতে চলেছে ভারত- পাকিস্তান। আয়ুষ মাত্রেরা কি সূর্যদের মতোই চ্যাম্পিয়ন হতে পারবে, এখন সে’দিকেই তাকিয়ে ক্রিকেটভক্তরা।
যুব এশিয়া কাপের আলাদা আলাদা সেমিফাইনালে জিতেছে ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কাকে ৮ উইকেটের ব্যবধানে হারায় ভারত। অন্যদিকে একই ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পায় পাকিস্তান। আগামী ২১ ডিসেম্বর আইসিসি অ্যাকাডেমির মাঠে ভারত -পাকিস্তান যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল। ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ছিল। শুক্রবার সকাল থেকেই দুবাইয়ে প্রবল বৃষ্টির কারণে ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ওভার কমিয়ে ২০ ওভারের খেলা হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। একেই বৃষ্টি ভেজা মাঠ, তারওপর ভারতীয় বোলারদের দাপটে কোনঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা।মাত্র ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারায়। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করে আট উইকেটে ১৩৮ রান। জবাবে মাত্র ১৮ ওভারেই জয়ের রান তুলে ফেলে ভারত। যদিও ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতও। দুই ওপেনার আয়ুষ মাত্রে (৭) এবং বৈভব সূর্যবংশী (৯) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। সেই চাপ সামলে নেন বিহান মালহোত্রা এবং অ্যারন জর্জ। বিহান ৪৫ বলে ৬১ এবং অ্যারন ৪৯ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের যুবরা। ১২ বল বাকি থাকতেই ৮ উইকেটে আসে কাঙ্খিত জয়।
অন্য ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ২৬.৩ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায়।জবাবে মারমুখী ব্যাটিং করে পাকিস্তান। মাত্র ১৬.৩ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে। এর আগে চলতি যুব এশিয়া কাপের গ্রুপপর্বে দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। যেখানে পাকিস্তানকে ৯০ রানের বড় ব্যবধানে হারায় ভারত।
