শেষ দিনে ইংল্যান্ডের জিততে দরকার ২২৮ রান, অস্ট্রেলিয়ার জিততে প্রয়োজন ৪ উইকেট
অ্যাডিলেডে হারের আশঙ্কায় দিন শেষ করল ইংল্যান্ড। এই ম্যাচে হারলেই অ্যাশেজ হাতছাড়া হবে, তবু বাঁচার আশা প্রায় নেই। ৪৩৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ২০৭ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড। জিততে হলে পঞ্চম ও শেষ দিনে তাদের করতে হবে আরও ২২৮ রান। অথচ হাতে রয়েছে মাত্র ৪ উইকেট। ড্রয়ের প্রশ্নই অবান্তর। চোখ রাঙাচ্ছে হারই। সাদা চোখে ইংল্যান্ডের জয় অসম্ভবই একপ্রকার। এর আগে অ্যাডিলেডে সর্বশেষ ১২৩ বছর আগে ৩০০ বার এর বেশি রান তাড়া করে জয়ের নজির দেখা গিয়েছিল। ক্রিজে আছেন জেমি স্মিথ ২ আর উইল জ্যাকস ১১ রান করে।
৪ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ৩৪৯ রানে। ১৪২ রানে আগের দিন অপরাজিত থাকা ট্রাভিস হেড ১৭০ আর অ্যালেক্স ক্যারি করেন ৭২ রান। ২১৯ বলে ১৭০ রানের ইনিংসে ১৬টি চার আর ২টি ছক্কা হাঁকান অজি এই ওপেনার। ক্যারি আউট হওয়ার ২০ রানের ব্যবধানে বাকি ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৮৪.৪ ওভারে অস্ট্রেলিয়া ৩৪৯ রানে অলআউট হওয়ার পর জয়ের জন্য ৪৩৫ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড।জবাবে রান তাড়ায় দলের মাত্র ৪ রানেই ওপেনার বেন ডাকেটকে (৪) হারায় ইংল্যান্ড। ওয়ান ডাউনে নামা ওলি পোপও ১৭ রান করে আউট হয়ে যান। তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার জ্যাক ক্রলি ও জো রুট। ৬৩ বলে ৩৯ রান করা রুটকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন কামিন্স। ৫৬ বলে ৩০ রান করেন হ্যারি ব্রুক।
লড়াই চালান ক্রলি। টেস্টে ওপেনার হিসেবে নিজের শততম ইনিংসে ১৫১ বলে ৮৫ রান করেন জ্যাক ক্রলি। স্টোকস ৫ রানের বেশি করতে পারেননি। শেষ সেশনে ৩৬ ওভারে ১০১ রান তোলার বিনিময়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট হারায় ইংল্যান্ড।
