‘তোর সঙ্গে দেখা না হলে…’ সুরজিতের জন্মদিনে আবেগী সৌমিত্র, তিক্ততা ভুলে আবারও কি জুড়বে ‘ভূমি’?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: নব্বই দশকের শেষ ভাগে বাংলা ছবির পালে যেন নতুন করে লেগেছিল হাওয়া। কলেজের ফ্রেশার্স থেকে স্টেজ শো, সর্বত্রই যেন ‘ভূমি’কম্প’! রোববারের সকাল মানেই এখনও ‘বারান্দায় রোদ্দুর’। বাংলা গানের জনপ্রিয় ব্যান্ড ‘ভূমি’। তরুণ প্রজন্মের মুখে মুখে চেনা সুর। কিন্তু ছন্দ পতন হয় ২০১৫ সালে। দল ছেড়ে বেরিয়ে আসেন সুরজিৎ চট্টোপাধ্যায়। নতুন করে শুরু করে নিজের ব্যন্ড, ‘সুরজিৎ ও বন্ধুরা’। সেই সময় আলোচনার কেন্দ্রে ছিলেন দলের দুই প্রধান গায়ক সুরজিৎ এবং সৌমিত্র রায়। দু’জনের মধ্যে নাকি আচমকাই শুরু হয় মতানৈক্য। তবে তাতেও কি কমেছে দুই শিল্পীর সখ্য?
সুরজিতের জন্মদিনে নজর কাড়ল সৌমিত্রর পোস্ট। গায়কের জন্মদিনে আবেগী বার্তা শিল্পীর। ফেসবুকে পোস্ট করে লিখলেন, ‘ওরে পাগলা রে.. তোর সঙ্গে আলাপ না হলে আমি তো বাংলা গান লেখার বা গাইবার সাহসই পেতাম না। শুভ জন্মদিন।’
একই সঙ্গে শুরু হয়েছিল দুই শিল্পীর পথচলা। সুরজিৎ দল ছাড়লেও একাধিক সাক্ষাৎকারে সৌমিত্র বলছিলেন প্রাক্তন সহকর্মীর জন্য আজও দরজা খোলা। পথ আলাদা হলেও ব্রিগেডের মঞ্চে একসঙ্গে গলা মিলিয়েছিলেন তাঁরা। বুধবার সৌমিত্র রায়ের পোস্ট দেখে নতুন করে উৎসাহী অনুরাগীরা। সাবেক ‘ভূমি’ ব্যান্ড ফিরে আসবে? আশা নিয়ে অনেকেই লিখেছেন, ‘আবারও জুড়ে যাক তোমাদের পথ। শুরু হোক পথচলা, শুরু হোক কথাবলা! এক আকাশ ভালোবাসার আশা রইল।’