‘খুশির ইদ’ আর হল কই! মায়ের কবরের সামনে দাঁড়িয়ে অশ্রুসজল আরিফিন লিখলেন…
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মুষলধারে বৃষ্টি। মাথায় ছাতা। দু’চোখ ভরা জল নিয়ে দাঁড়িয়ে আরিফিন শুভ। দু’হাত দিয়ে মুছে নিচ্ছেন সেটিকে। সামনে মায়ের কবর। ইদের দিন যেখানে সকলের ব্যস্ত উদযাপনে। এমন খুশির দিনেও বিষাদের ছায়া অভিনেতার জীবনে।
এ দিন, সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি। আর তাতেই স্পষ্ট স্বজন হারানোর ব্যথায় জর্জরিত অভিনেতা। মুষলধারে বৃষ্টির মধ্যেও চোখের জল লুকিয়ে রাখতে পারছেন না তিনি। মায়ের কবরের সামনে দাঁড়িয়েই অভিনেতা মনে করলেন নিজের ছোটবেলায় হারিয়ে যাওয়া দিনগুলিকে। লিখলেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ইদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ আমার ইদের জামার কাপড়টা? আমার গলার চেইন খেয়াল করেছিলে?’

অভিনেতার আক্ষেপ, ‘তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে। আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি…তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ইদ মোবারক, মা।’
গত বছর জানুয়ারি মাসে মাকে হারিয়েছেন আরিফিন শুভ। অভিনেতা জানিয়েছিলেন, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তাঁর মা। গত বছর ২১ জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২৪ জানুয়ারি শেষ নিঃশ্বাস করেন তিনি। এক বছর আগের স্মৃতি আজও কাঁচা তারকার কাছে। তাই তো ইদের দিনে মায়ের কথা মনে করেই শান্তি পেলেন অভিনেতা।