শেষসময়ে ভক্তদের ঈদের খুশি বাড়িয়ে দিলেন সলমন, বাকি তারকারা কী বললেন!

0




অপেক্ষায় ছিলেন ভক্তরা, কখন আসবে ঈদের শুভেচ্ছা। শাহরুখ খানের শুভোচ্ছাবার্তার খবর না এলেও, ঈদের রাতে ভক্তদের ঠিকই শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান। প্রতি ঈদেই ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সলমন খান তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানান। এবার ঈদেও সবাই তার শুভেচ্ছা বার্তার জন্য অপেক্ষায় ছিলেন। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি সমাজ মাধ্যমে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। সেইসঙ্গে ক্লিন শেভ ছবিও দেন নিউ লুকে। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঈদ উপলক্ষে ছবি মুক্তি দেওয়ার রেওয়াজও রয়েছে। যদিও এবার তার কোনো ছবি মুক্তি না পেলেও, ঈদের দিন তার এই বার্তা ভক্তদের মনে আলাদা আনন্দ এনে দিয়েছে। অভিনেতা পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার অনুরাগীরাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তাকে পরবর্তী সিনেমার খবর জানতে চেয়েছেন, আবার কেউ লিখেছেন- ‘আপনি আমাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন।’

https://www.facebook.com/share/p/16e6RzGDRA/


ব্যালকনিতে এসে ভক্তদের সঙ্গে দেখা করা আর ঈদের শুভেচ্ছা জানানো সলমন আর শাহরুখ খানের এক রেওয়াজ। তবে গত বছরের শুরু থেকেই হত্যার হুমকি দেওয়া হচ্ছে ভাইজানকে। তাকে একের পর এক খুনের হুমকি দিয়ে যাচ্ছে বিষ্ণোই গ্যাং। সলমন খানসহ তার বাড়ি গ্যালাক্সিকেও কড়া নিরাপত্তার চাদরে মুম্বই পুলিশ ঢেকে দিয়েছে। সমাজমাধ্যমেই তাই শুভেচ্ছা জানান তিনি। ঈদের আনন্দে মাতোয়ারা ছিলেন অন্যান্য শোবিজ তারকারাও। সুন্দর সুন্দর ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন অনেকেই।  সদ্য মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘থাগ লাইফ’-এর মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। তিনি ঈদ উপলক্ষে ভক্তদের দিয়েছেন বিশেষ বার্তা। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ত্যাগ স্মরণের মহান দিন এই ঈদ। আমার ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। সাম্য ও ভ্রাতৃত্ব বিরাজ করুক! ঈদমোবারক।’বলিউডের প্রবীণ অভিনেত্রী সায়রা বানুও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর ক্যাপশনে শুভেচ্ছা বার্তা দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘ঈদ উল আযহা ত্যাগের উৎসব কেবল আচার মেনে পালন নয়, এটা বিশ্বাস, নম্রতা। এর মাধ্যমে মানুষ হিসেবে আমাদের সহানুভূতিকে বেছে নিতে হবে, বিষয়টা যতোই কঠিন হোক।’ এছাড়াও দক্ষিণী সুপারস্টার ল্লু অর্জুনও সমাজ মাধ্যমে বিশেষ বার্তা দিয়ে তার ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড অভিনেতা অনুপম খেরও সামাজিক মাধ্যমে ‘ঈদ উল আযহা মোবারক’ লিখে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *