পড়ল ‘দাঁড়ি’! রঘু ডাকাতের শুটিং শেষ হতেই কাকে ‘বিদায়’ জানালেন দেব?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কখনও ওজন বাড়িয়ে পর্দায় দশ ‘গোল’ দিয়েছেন, আবার কখনও মেদ ঝরিয়ে একেবারে ‘কলেজ ছাত্র’-এর বেশে তাক লাগিয়েছেন। প্রতিটা চরিত্রের আগে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে যেন সিদ্ধহস্ত দেব। তাঁর আগামী ছবি ‘রঘু ডাকাত’-এর আগেও মুখভর্তি দাড়ি নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন অভিনেতা। পেশিবহুল এই চেহারার জন্য কম কসরত করতে হয়নি তাঁকে। তবে এখন সে সব অতীত। কারণ সদ্যই শেষ হয়েছে এই ছবির শুটিং। সম্প্রতি তাইল্যান্ড থেকে শুটিং সেরে ফিরেছেন দেব। আর তার পরেই বড় সিদ্ধান্ত!

বিগত কয়েক মাসে ‘রঘু ডাকাত’-এর লুকে সর্বত্র ধরা দিয়েছেন দেব। কোনও ছবির প্রিমিয়ার হোক বা সাকসেস পার্টি, যে কোনও অনুষ্ঠানে মুখভর্তি দাড়ি নিয়েই ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেতা। এ বার তাতেই পড়ল ‘দাঁড়ি’! ছবির শুটিং শেষ, এ বার ভোল বদলের পালা। শনিবার বিকেলে একটি নিজস্বী পোস্ট করলেন দেব সমাজমাধ্যমে।
আদুল গা, মেদহীন সুঠাম শরীর। গলায় উজ্জ্বল সরু চেন। আয়নার সামনে ট্রিমার হাতে দাঁড়িয়ে অভিনেতা। ক্যাপশনে লেখা, ‘১০ মাস পরে… এ বার বিদায় জানানোর পালা।’ বোঝাই যাচ্ছে এ বার দাড়ি কেটে চরিত্র থেকে বেরিয়ে আসার পালা। খুব শীঘ্রই যে তিনি নতুন লুক নিয়ে হাজির হবেন, সেই ইঙ্গিতই যেন দিলেন তিনি।