গুঞ্জনই সত্যি! ‘প্রজাপতি ২’তে দেবের বিপরীতে থাকছেন ছোট পর্দার এই নায়িকাই
এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রযোজক অতনু রায়চৌধুরী, অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেন। টলিউডের এই ত্রয়ী একজোট হলেই দর্শকদের উত্তেজনার পারদ চড়ে যায় কিছুটা। মঙ্গলবার আবারও একফ্রেমে ধরা দিলেন তাঁরা। নেপথ্যে তাঁদের আগামী ছবি ‘প্রজাপতি ২’। ছবির শুটিং শুরুর আগে একসঙ্গে বৈঠকে বসল ছবির টিম। সেখানেই চমক।

আগেই গুঞ্জন শোনা গিয়েছিল, এই ছবিতেও দেবের বিপরীতে দেখা যাবে ছোটপর্দারই কোনও এক অভিনেত্রীকে। সেই তালিকাতেই উঠে এসেছিল জ্যোর্তিময়ী কুণ্ডুর নাম। সেই খবরেই বসল সিলমোহর। এ দিন বৈঠকে সকলের সঙ্গে ধরা দিলেন তিনিও।
‘টনিক’, ‘প্রজাপতি’ থেকে শুরু করে ‘প্রধান’, শীতের ছুটি মানেই অভিজিৎ-দেব-অতনুর ম্যাজিক। যদিও গত বছর থেকেই পিছিয়েছিল ‘প্রজাপতি ২’-এর শুটিং। সেই সময় শোনা গিয়েছিল, বাংলাদেশের তাসনিয়া ফারিন দেবের নায়িকা হবেন। এর পরেই বাংলাদেশের পরিস্থিতি আমূল বদলে যাওয়ায় তা আর হয়ে ওঠেনি। ভিসা না পাওয়ার কারণে আসতে পারেননি ফারিন। এ বার সেই জায়গাতেই দেখা যাবে জ্যোতির্ময়ীকে।