সম্পর্কে সিলমোহর পড়তেই, ‘টুইন লুক’-এ চমক! তারা-বীরই কি বলিউডের হটেস্ট জুটি?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, এ বার তাতে পড়ল ভালবাসার সিলমোহর! বলিপাড়ার নতুন চর্চিত জুটি তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার প্রেম এখন সবার মুখে মুখে। গত মে মাস থেকেই তাঁদের সম্পর্কের ফিসফাস শোনা যাচ্ছিল। এরপর ইতালির ছুটি থেকে আলাদাভাবে ছবি পোস্ট করেও যেন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছিলেন তাঁরা। একই প্রমোদতরী আর একই লোকেশন দেখে ভক্তরা নিশ্চিত হয়েছিলেন, দু’য়ে দু’য়ে চার হয়ে গেছে!

সম্প্রতি তারা তাঁর নতুন মিউজিক ভিডিও ‘থোড়ি সি দারু’-এর বিহাইন্ড দ্য সিন ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই আসল চমকটা দেন বীর। ছবির নিচে ভালবাসায় ভরিয়ে লেখেন, ‘আমার’। পাল্টা ভালবাসায় সায় দিয়ে তারা উত্তর দেন, ‘আমার’—এই মিষ্টি বিনিময়ের পরেই তাঁদের সম্পর্কে পড়ল সিলমোহর। যাকে বলে একেবারে ‘অফিশিয়াল’ ব্যাপার।

সম্পর্ক ‘ইনস্টা অফিশিয়াল’ হওয়ার পরপরই নতুন জুটি ছবিশিকারীদের ক্যামেরাবন্দি হলেন প্রথমবার! বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে তাঁরা একসঙ্গে হাজির হলেন, নজর কাড়লেন ‘টুইনিং লুকে’। সাদা পোশাকে দু’জনকেই লাগছিল দারুণ! বীর পরেছিলেন ক্যাজুয়াল শার্ট ও আরামদায়ক প্যান্ট, আর তারা ছিলেন সাদা শর্টস ও ম্যাচিং ব্লেজারে। তাঁদের গাড়ি থামতেই বীর একজন ভদ্রলোকের মতো দরজা খুলে তারাকে নামতে সাহায্য করেন। এরপর বিমানবন্দরের গেটের দিকে হাঁটার সময় বীর আলতো করে তারার কাঁধে হাত রাখেন। হাতটা সরিয়ে নিলেও তারা পাল্টা বীরের পিঠে হাত রেখে বুঝিয়ে দেন, ভালবাসা তাঁদের দু’জনেরই!

বিমানবন্দরের ভিড়ে ছবিশিকারীদের মুখোমুখি হলেও তাঁরা খুব বেশি কথা বলেননি। এই নতুন প্রেম যেন বি-টাউনের উষ্ণতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর তারা কিছুটা ভেঙে পড়েছিলেন বলে শোনা যায়, এমনকি অনেকে মনে করেন, অতীত ভুলতেই নাকি তিনি চুল কেটে ফেলেছিলেন। তবে এখন সে সব অতীত। বীরের হাত ধরে তারা যেন শুরু করেছেন জীবনের এক নতুন, সুন্দর অধ্যায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *