উরফির ছবি নিয়ে ‘বিশ্রী’ প্রচেষ্টা, ক্ষোভ উগরে কী বলছেন অভিনেত্রী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বর্তমানে সোশ্যাল মিডিয়া মানেই তিনি। তাঁর পোশাকের কেরামতি নিত্যদিন আলোচনার কেন্দ্রে থাকে। তিনি উরফি জাভেদ। ব্লেড থেকে শুরু করে নিজের ছবি, সব কিছু দিয়েই নাকি তিনি পোশাক তৈরি করে ফেলেছেন! একটা সময় তাঁর কেরিয়ারে এমনও ছিল যখন একের পর এক শো থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে, অথবা তাঁকে নিয়ে শুরু হওয়া শো মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিভিন্ন শোতে অতিথি হিসেবে তাঁর ডাক পড়ে। চর্চায় থাকতে বরাবরই ভালবাসেন উরফি, আর তাঁর অনুরাগীরাও অপেক্ষায় থাকেন তাঁকে নিত্যনতুন অবতাঁরে দেখার জন্য।

এতকিছুর মাঝেও পিছু ছাড়ছে না হেনস্থা। আবারও সেই সাইবার হেনস্থার শিকার উরফি। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি প্রকাশ করলেন এক চাঞ্চল্যকর ঘটনা। এক ব্যক্তি নাকি তাঁর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। অভিযোগকারী ওই ব্যক্তির প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করে উরফি লিখেছেন, ‘এই লোকটা আমাকে হেনস্থা করছে। আমার ছবি বিকৃত করে আপলোড করার জন্য চাপ দিচ্ছে।’ শুধু তাই নয়, একটি বিকৃত ছবি পাঠিয়েও দিয়েছেন বলে জানান উরফি। প্রযুক্তির এমন অপব্যবহার দেখে হতাশ তিনি। উরফি লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এই লোকগুলো প্রযুক্তির সাহায্যে কী কী করতে পারে! এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’
ক্ষোভে ফুঁসছেন তিনি, তবু থেমে থাকেননি। স্পষ্ট জানিয়েছেন—অভিযোগ দায়ের করবেন। একই সঙ্গে মহিলাদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘ভয় পাবেন না। সরাসরি অভিযোগ করুন। আপনারা সমস্যার কারণ নন, এই পুরুষেরাই সমাজের কলঙ্ক।’ এর আগেও তিনি এমন হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন, মেয়েদের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেছেন।
এটাই প্রথম নয়। কয়েক মাস আগেই এক কিশোরের অশালীন মন্তব্য প্রকাশ্যে এনেছিলেন তিনি। প্রকাশ করেছিলেন, কী ভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে তাঁর ও পরিবারের সামনে ১৫ বছরের এক ছেলেও অবমাননাকর প্রশ্ন ছুড়েছিল।
তবু হার মানেননি উরফি। কখনও কটাক্ষের, কখনও হুমকির জবাব তিনি দিয়ে চলেছেন নিজের মতো করে। সম্প্রতি ‘দ্য ট্রেইটর্স ইন্ডিয়া’-য় জিতেছেন, আবার শোনা যাচ্ছে ফিরছেন নিজের রিয়্যালিটি শো ‘ফলো করলো ইয়ার’-এর নতুন মরশুমে। সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন, কাজের ক্ষেত্রেও ব্যস্ত রয়েছেন তিনি।