‘নতুন চরিত্রে আমরা, মা ও বাবা’, ২১ বছর বয়সে মা হলেন অহনা
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
মাত্র ২১ বছর বয়সেই টেলিদুনিয়ার বেশ পরিচিত মুখ অহনা দত্ত। এতদিন পর্দায় ফুটিয়ে তুলেছেন একাধিক চরিত্র। এ বার টিভির পর্দা না, বাস্তবেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে মনোনিবেশ করলেন অভিনেত্রী।
এ দিন সমাজমাধ্যমে লিখলেন, ‘নতুন চরিত্রে আমরা, মা ও বাবা…’
হ্যাঁ, অবশেষে অপেক্ষার অবসান। মা হল পর্দার ‘মিশকা’। কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান।
সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন সুখবর। মাতৃত্বকালীন ফটোশুটের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হাতে ধরা একটি কার্ডে লেখা, ‘সি ইজ হেয়ার’। অর্থাৎ কন্যা সন্তানের আগমনের বার্তাই দিলেন তিনি।
ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এস মা লক্ষ্মী বসো ঘরে…নতুন চরিত্রে আমরা, মা ও বাবা’।
পবিত্র শ্রাবণ মাসের সোমবার অহনা-দীপঙ্করের সংসার আলো করে এল একরত্তি। নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরালেন তারকা থেকে অনুরাগী সকলেই।