দীর্ঘদিনের লড়াই শেষে প্রয়াত অভিনেতা নীলাদ্রি লাহিড়ী, শোকে কাতর মেয়ে সম্পূর্ণা
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
লাইটস-ক্যামেরা-অ্যাকশনের পর ‘কাট’টা হল সারাজীবনের জন্যেই। দীর্ঘদিনের লড়াই শেষে থামল জীবনের চাকা। প্রয়াত অভিনেতা নীলাদ্রি লাহিড়ী।
হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে শেষ নিঃশাস ত্যাগ করলেন তিনি।
বেশ কিছু দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন অভিনেতা তথা পরিচালক। হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১০ জুলাই সমাজমাধ্যমে হার্ট অ্যাটাকের কথা জানিয়েছিলেন মেয়ে সম্পূর্ণা লাহিড়ী। এর পর বাইপাস সার্জারিও হয় বর্ষীয়ান শিল্পীর। এর পর ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন তিনি। ১২ জুলাই অভিনেত্রী পোস্ট করে জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তাঁর বাবা। তবে শেষ রক্ষা আর হল না।
বাংলা টেলিজগতের বেশ পরিচিত মুখ নীলাদ্রি লাহিড়ী। ‘মিঠাই’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তাঁর অভিনয় জায়গা করে নিয়েছিল দর্শকদের হৃদয়ে।
শুধু টেলিভিশনেই নয়, নাট্যজগতেও অভিনেতাকে চিনতেন সকলে এক নামে। এমন স্বনামধন্য মানুষের আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছে না বিনোদন জগৎ।
