‘আরমানের সঙ্গে বিচ্ছেদ, বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম’, অবসাদে ভুগছেন গায়ক

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সঙ্গীতমহলে যতটা জনপ্রিয় গায়ক আরমান মালিক, ততটা তিনি পরিচিত মুখ না হলেও তাঁর গানও প্রশংসা পেয়েছে বেশ। তিনি অমাল মালিক। সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আরমান। অন্যদিকে অবসাদে ভুগছেন তাঁর ভাই অমাল। বৃহস্পতিবার গায়ক নিজেই সমাজমাধ্যমে জানালেন তাঁর মানসিক পরিস্থিতির কথা। আর এর জন্য দায়ী করলেন তাঁর বাবা-মাকে। এমনকি, ভাই আরমানের সঙ্গে সম্পর্কও নাকি নষ্ট করেছেন তাঁরা।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে গায়ক লেখেন, ‘আজ আমি যেখানে এসে পৌঁছেছি, তার পর আমার যন্ত্রণার কথা না-বলে আর চুপ করে থাকতে পারছি না। আমার দিন রাত এক করে অন্যের জীবনের নিরাপত্তার কথা ভেবেছি, তবু বলা হয়েছে আমি কিছুই পারি না। আমার রক্ত, ঘাম কান্নার বিনিময়ে গত এক দশকে তৈরি হয়েছে ১২৬টি গান।’

ভাই আরমানের সঙ্গে বিচ্ছেদ নিয়েও অমান সরাসরি আঙুল তুলেছেন তাঁর বাবা-মায়ের দিকেই। তিনি লেখেন, ‘আমার আর আমার ভায়ের যাত্রা দারুণ ছিল। কিন্তু বাবা-মায়ের কিছু কাজের কারণে আজ আমাদের মধ্যে এত দূরত্ব সৃষ্টি হয়েছে। এই সবকিছুই আমার জীবনে একটা গভীর ক্ষত রেখে গেছে।’

গায়ক জানান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তিনি লেখেন, ‘আমি আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। হয় তো আর্থিক দিক থেকেও। চিকিৎসক জানিয়েছেন আমি অবসাদগ্রস্ত। হ্যাঁ, এ সব কিছুর জন্য হয়তো শুধু আমিই দায়ী। কিন্তু আত্মমর্যাদা অসংখ্যবার ক্ষুণ্ণ হয়েছে আমার কাছের মানুষদের জন্যই।’

সর্বসমক্ষেই অমাল জানান, তিনি ব্যক্তিগত সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। তিনি লেখেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আমার পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। এখন থেকে তাঁদের সঙ্গে সম্পর্ক কেবল পেশাদার হবে। এটা কোনও রাগের বশে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং আবার নিজেকে নতুন করে পুনরুদ্ধার করার জন্যেই এমন সিদ্ধান্ত। আমি চাই না আমার অতীত আমার ভবিষ্যৎকে কেড়ে নিক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *