সৌন্দর্যকে দুধের সঙ্গে তুলনা! তামান্নাকে নিয়ে বেলাগাম মন্তব্য অন্নু কাপুরের!

0




মন্তব্যের ‘লাগাম’ নেই কেন? অবাক নেটপাড়া! সম্প্রতি তামান্না ভাটিয়ার শরীরকে দুধের সঙ্গে তুলনা করে নেটদুনিয়ার কটাক্ষের মুখে পড়লেন প্রবীণ অভিনেতা। ‘দ্য বার্ডস অফ বলিউড’ এর ‘গফুর’ গানে নেচে প্রশংসা পাচ্ছেন তামান্না ভাটিয়া। সেই নাচেই মজেছেন বলিউডের অভিনেতা ও পরিচালক অন্নু কাপুর। এক পডকাস্টে কথা বলতে গিয়ে বিতর্কের সৃষ্টি করলেন অন্নু কাপুর। বহু নেটিজেনের কাছেই তাঁর মন্তব্য অশ্লীল মনে হয়েছে।
সম্প্রতি শুভঙ্কর মিশ্রের পডকাস্টে অন্নু কাপুর তামান্নার বিষয়ে কথা বলেছেন। এই অনুষ্ঠানে অন্নু অনেক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি তামান্না ভাটিয়াকে পছন্দ করেন। এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘মাশাআল্লাহ, ওঁর দেহ দুধের মতো।’ এই প্রশ্নের উত্তরে শুভঙ্কর তাকে বলেন যে, এক সাক্ষাৎকারে তামান্না বলেছিলেন যে মায়েরা তাঁর সন্তানেদের নায়িকার নতুন গান ‘আজ কি রাত মাজা হুসন কা…’ শুনিয়ে ঘুম পাড়াচ্ছেন। এই কথা শুনে অন্নু মজা করে বলেন, ‘কোন বয়সের বাচ্চারা ঘুমিয়ে পড়ে। এটা ৭০ বছরের বাচ্চাও হতে পারে।’ এর পর অন্নু পডকাস্টে বলেন, ‘আমি হলে জানতে চাইতাম, এই বাচ্চাদের বয়স কত।’ তারপর বলেন, ‘বোন, নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায়। খুব ভালো কথা। দেশের সত্যিই উপকার হচ্ছে। আমাদের বাচ্চাদের নির্ভেজাল ঘুম হচ্ছে।’ অভিনেতার এই মন্তব্যে হতবাক নেটনাগরিকরা। তাদের বক্তব্য, নিজের বয়স ভুলে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন অন্নু। একজন লেখেন, ‘দয়া করে সম্মান করতে শিখুন, আপনার কি মেয়ে বা নাতনি নেই?’ আরেকজন লেখেন, ‘এমন ভাষা কীভাবে ব্যবহার করেন?’ কেউ লেখেন, ’কী ধরণের শব্দচয়ন, ছিঃ!’ কেউ আবার লেখেন, ‘আপনার বাড়িতে মা-বোনদের সৌন্দর্যের বর্ণনাও এভাবে দেন?’ এ ঘটনায় তামান্না এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *