দ্বিতীয় টেস্টে স্টার একজনই, তিনি স্টার্ক, অস্ট্রেলিয়ার কাছে ফের হারের অপেক্ষায় ইংল্যান্ড
দ্বিতীয় ম্যাচ। সেখানেও জয়ের গন্ধ অস্ট্রেলিয়ারই। দিশেহারা ইংল্যান্ড। ব্রিটিশদের ৩৩৪ রানের জবাবে ৫১১ রানে থামে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৪ রান করে হিমশিম খাচ্ছে।ইনিংস হার এড়াতে আরও ৪৩ রান দরকার বেন স্টোকসদের। উইকেটে আছেন স্টোকস ও উইল জ্যাকস। দুজনই অপরাজিত রয়েছেন ৪ রান করে।ইংল্যান্ড অবশ্য অস্ট্রেলিয়ার রান তাড়া করতে শুরুটা ভালই করেছিল। টি ব্রেকে ৬ ওভারে বিনা উইকেটে ৪৫ রান তোলে। কিন্তু এরপরই শুরু বিপর্যয়। ডাকেট ফেরেন ১৫ রানে। ৯০ রান তুলতে দ্বিতীয় উইকেটের পতন হয়। পোপ ফেরেন ২৬ রানে। ১২১ রান থেকে ১২৮ রান তুলতে তিন উইকেট হারায় ইংল্যান্ড। পরপর ফিরে যান রুট (১৫ রান), ব্রুক (১৫ রান), জেমি স্মিথ (৪ রান)। এর আগে ক্রলি ফেরেন ৪৪ রানে। ৬ উইকেটের মধ্যে নেসার, স্টার্ক ও বোল্যান্ড ২টি করে উইকেট নেন।
এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই ধস নামিয়ে দিয়েছিলেন মিচেল স্টার্ক। আবার অস্ট্রেলিয়ার হয়ে ৫০০ রানের ওপর তোলার কারিগরও সেই স্টার্কই। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৭৭ রান এনে দেন তিনি। ৭৭ রানের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ১৩টি চারের মার। প্রথম ইনিংসে এটাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া থামে ৫১১ রানে। গাব্বায় পাঁচজন ব্যাটার হাফসেঞ্চুরি করলেও, সেঞ্চুরি আসেনি কোন ব্যাটারের ব্যাট থেকে। ৪৬ রানে দিন শুরু করা ক্যারি ফেরেন ৬৩ রানে। এর আগে পার্থ টেস্টে ৮ উইকেটে হেরে অ্যাশেজ সিরিজ শুরু করে ইংল্যান্ড। সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সফল হতে পারছে না তারা। আরও একটি হারের অপেক্ষায় স্টোকসরা। কারণ, অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার হাতে রয়েছে ম্যাচের লাগাম।
