আজব সুপার ওভার! অবিশ্বাস্য রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে
স্পোর্টস ডেস্ক: এও হয়! সুপার ওভারের ম্যাচ। অথচ কোনও রানই উঠল না! ক্রিকেট বিশ্ব এমন বিরল রেকর্ডেরও সাক্ষী থাকল। অবিশ্বাস্য এই রেকর্ড হল মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি২০ সিরিজে হংকং-বাহরিনের ম্যাচে। প্রথমে টাই হয় দু’দেশের লড়াইয়ে। ফল নির্ধারণের জন্য খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানেই হলো বিরল রেকর্ড। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরিন, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম। টি২০তে সুপার ওভারে এর আগে সর্বনিম্ন ছিল গত বছরের জানুয়ারিতে আফগানিস্তানের করা ১ রান।
বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে তা ছিল ম্যাচের দ্বিতীয় সুপার ওভার। কারণ প্রথম সুপার ওভারও টাই হয়। ভারতের করা ১১ রানের জবাব দিতে ১ রান করতেই সুপার ওভারের নিয়ম অনুযায়ী ২টি উইকেট হারিয়ে অলআউট হয় আফগানিস্তান। কারণ নিয়ম অনুসারে, সুপার ওভারে কোনো দলের সর্বোচ্চ উইকেট পড়তে পারে দুটিই! হংকংয়ের বিরুদ্ধে সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামে বাহরিন। এহসান খানের করা প্রথম বলটি হয় ডট। পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে ইনিংস থেমে যায় তাদের। এক রানের লক্ষ্যে প্রথম দুই বল ডটের পর তৃতীয় বলে খেলা শেষ করে দেয় হংকং।ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হংকং। জিসান আলম-শহীদ ওয়াসিফদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ১২৯ রান তোলে তারা। জবাবে জিততে শেষ ওভারে বাহরিনের প্রয়োজন ছিল ১৩ রান।
কিন্তু ১২ রানের বেশি নিতে পারেনি তারা। খেলা হয়ে যায় টাই। ৮ উইকেটে তারাও করে ১২৯ রান। দু’দলের রান সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। আন্তর্জাতিক টি২০তে এই ঘটনা নতুন হলেও টি২০ লিগে এটা নতুন কিছু নয়। টি২০ লিগগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার। ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডেভিলিয়ার্স সুপার ওভার মেডেন দিয়েছিলেন। তাছাড়া ২০১৪ সালের সিপিএলে গায়ানা অ্যামাজনের হয়ে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে সুপার ওভার মেডেন দিয়েছিলেন সুনীল নারিন।