বন্ধু সুনীলের দেখানো পথেই আন্তর্জাতিক টি২০তে অবসর ভাঙবেন কোহলি? জুড়ে দিলেন বিরাট শর্ত

0

স্পোর্টস ডেস্ক: তাঁরই বন্ধু সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে অবসর ভেঙে ফিরে এসেছেন। তাঁকে এখনও দরকার ভারতীয় ফুটবলে, এমনটাই মনে করেন ভারতীয় দলের ফুটবল কোচ মার্কেজ মানালো। সুনীলও না করেননি। সেই পথেই কি হাঁটবেন বিরাট কোহলি? টি২০ ক্রিকেটে বিশ্বজয়ের পরই অবসর নিয়ে নেন বিরাট। তাঁরও কি ফেরার সম্ভাবনা রয়েছে? এমন প্রশ্ন আসতেই বিরাট কোহলি এক শর্তই চাপিয়ে দেন। আর তা হলেই একমাত্র টি২০তে আন্তর্জাতিক মঞ্চে ফের দেখা যাবে বিরাট কোহলিকে।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কোহলিকে একটি প্রশ্ন করেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ঈশা গুহ। ঈশা জানতে চান, বিরাট টি২০ আন্তর্জাতিকের অবসর ভাঙতে চান কিনা। বিরাট জবাব দেন, না। তবে অলিম্পিকের জন্য হলে ভাঙতেও পারেন। বিরাট হেসে বলেন, যদি আমরা সোনা জয়ের ম্যাচ খেলার জায়গায় পৌঁছোই, তবে ওই একটি ম্যাচের জন্য অবসর ভাঙতে পারি। সোনা জিতে দেশে ফেরা দারুণ ব্যাপার হবে। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি অনবদ্য, এমন অভিজ্ঞতা হলে তা প্রথম অনুভব করতে পারব। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। টি২০ ফরম্যাটে ক্রিকেট খেলা হবে অলিম্পিকে। ভারতের ক্রিকেট দলও নামবে সেই মেগা ইভেন্টে। কিন্তু কোহলি তো আর সেই দলের সদস্য হবেন না। তবে সোনার লড়াইয়ে বিরাট যে বাইরে বসে থাকতে পারবেন না তা স্পষ্ট করে দিয়েছেন। সেক্ষেত্রে কোহলি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবেন। আর অলিম্পিক কমিটিও আগেই জানিয়ে দিয়েছে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির অন্যতম কারণ কোহলির জনপ্রিয়তা।


অলিম্পিকে পদক যেমন অধরা বিরাট কোহলির, তেমনই আইপিএল ট্রফিও অধরা। সেই লক্ষ্যেই এবার ঝাঁপাতে চান তিনি। কেরিয়ারের সায়াহ্নে একবার হলেও আইপিএল ট্রফি ছুঁতে চান। আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। ইডেন গার্ডেন্সে প্রথমদিনই দেখা যাবে বিরাট ম্যাজিক। এরজন্যই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুশীলন শিবিরেও যোগ দিয়ে দিয়েছেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *