আইএসএলে নক আউটের সূচি তৈরি, সেমিফাইনালে কোন দলকে পেতে পারে মোহনবাগান?

0

স্পোর্টস ডেস্ক: পরপর দু’বার। আইএসএলের লিগ শিল্ড জয়ের সেলিব্রেশন সেরে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। এবার নকআউট পর্ব। গতবার হয়নি, এবার এই ট্রফিও ঘরে তুলতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। আইএসএলের সুপার সিক্সের নকআউট পর্ব শুরু হবে ২৯ ও ৩০ মার্চ। এরপর ২ ও ৩ এপ্রিল ও ৬ ও ৭ এপ্রিল দুই লেগের সেমিফাইনাল হবে। বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ হবে শনিবার ১২ এপ্রিল।

টানা দ্বিতীয়বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করে মোহনবাগান। তারপর জায়গা চূড়ান্ত করে নেয় এফসি গোয়াও। পাশাপাশি প্লেঅফে উঠেছে বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি ও মুম্বই সিটি এফসি। বাংলার থেকে ইস্টবেঙ্গল ও মহমেডান লড়াই করলেও কেউই সেরা ছয়ে শেষ করতে পারেনি। ফলে, বাংলার সম্মান নির্ভর করছে একমাত্র সবুজ মেরুন ব্রিগেডের ওপরই। প্লে-অফ ফরম্যাটে তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকারী দল দু’টি সিঙ্গল লেগ নকআউট ম্যাচে মুখোমুখি হবে, যেখানে বিজয়ীরা সরাসরি সেমিফাইনালে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। সেমিফাইনাল দুটি হোম ও অ্যাওয়ে ফরম্যাটে হবে। দুই লেগ মিলিয়ে বিজয়ীরা ১২ এপ্রিল লিগ টেবলে ওপরে থাকা দলের মাঠে ফাইনাল খেলবে। যদি মোহনবাগান ফাইনালে ওঠে, তাহলে ফাইনাল হবে কলকাতায়।

একনজরে প্লে অফের সূচি
২৯ মার্চ: নকআউট ১ – বেঙ্গালুরু এফসি (হোম) বনাম মুম্বই সিটি এফসি
৩০ মার্চ: নকআউট ২ – নর্থইস্ট ইউনাইটেড এফসি (হোম) বনাম জামশেদপুর এফসি
২ এপ্রিল: সেমি-ফাইনাল ১ (প্রথম লেগ) – নকআউট ১-এর বিজয়ী (হোম) বনাম এফসি গোয়া
৩ এপ্রিল: সেমিফাইনাল ২ (প্রথম লেগ) – নকআউট ২-এর বিজয়ী (হোম) বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
৬ এপ্রিল: সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ) – এফসি গোয়া (হোম) বনাম নকআউট ১-এর বিজয়ী
৭ এপ্রিল: সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ) – মোহনবাগান সুপার জায়ান্ট (হোম) বনাম নকআউট ২-এর বিজয়ী
১২ এপ্রিল: ফাইনাল – সেমিফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমিফাইনাল ২-এর বিজয়ী

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *