বাকি পাঁচ দলের কেউ নেই, সেরা একাদশে ছড়ি ঘোরাচ্ছে টিম ইন্ডিয়া
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জয় টিম ইন্ডিয়ার। স্বাভাবিকভাবেই আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশেও সবচেয়ে বেশি প্রভাব ভারতেরই। প্রথম একাদশে পাঁচ ক্রিকেটারই ভারতের। বাকি পাঁচ দল শূন্য। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী অনায়াসেই জায়গা করে নেন সেরা একাদশে। দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া রাচিন রবীন্দ্রর সঙ্গে ওপেনিংয়ে রাখা হয়েছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে। তিনে আছেন বিরাট কোহলি। এক সেঞ্চুরি সহ ৫ ইনিংসে ২১৮ রান করেছেন তিনি। চারে ইনফর্ম শ্রেয়স আইয়ার। আসরে ৫ ম্যাচে ২৪৩ রান করা আইয়ার টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।
উইকেটকিপার হিসেবে আছেন লোকেশ রাহুল। ১৪০ গড়ে আসরে রাহুল করেছেন ১৪০ রান। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। স্পিন বোলিং অলরাউন্ডার গ্লেন ফিলিপসও আছেন সেরা একাদশে। রয়েছেন মিচেল স্যান্টনার। রয়েছেন বরুণ চক্রবর্তী। বরুণ কেবল তিন ম্যাচ খেলেন। তবে সেই তিন ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন এই রহস্য স্পিনার। বাকি দুইজন পেসার। ম্যাট হেনরির পাশাপাশি সুযোগ পেয়েছেন মহম্মদ শামি। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন মহম্মদ শামি।
দ্বাদশ ব্যক্তিও ভারতেরই। তিনি অক্ষর প্যাটেল। অক্ষর ৫ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১০৯ রান, আর বল হাতে শিকার করেছেন ৫ উইকেট। রানার্স হওয়া নিউজিল্যান্ডের রয়েছেন চার ক্রিকেটার। এই দুই দলের বাইরে আফগানিস্তানের দুজন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন। বাকিরা কেউ নেই। ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেও টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ৯ উইকেট নিয়ে ঠিকই আছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। সেরা একাদশে নেতৃত্বের ভারও তাঁকে দেওয়া হয়েছে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), বিরাট কোহলি (ভারত), শ্রেয়স আইয়ার (ভারত), লোকেশ রাহুল (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), মিচেল স্যান্টনার (অধিনায়ক, নিউজিল্যান্ড), মহম্মদ শামি (ভারত), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), বরুণ চক্রবর্তী (ভারত)
দ্বাদশ খেলোয়াড় – অক্ষর প্যাটেল (ভারত)